ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বন্দর এলাকায় মতবিনিময় সভা

0

চট্টগ্রাম প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রাম রাজনৈতিক দল ইউনাইটেড পিপসল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং এলাকায় স্থানীয় সামাজিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর ২০১৭) বিকাল ৩.৩০টায় ইউপিডিএফ চট্টগ্রাম ইউনিট ও গণতান্ত্রিক যুব ফোরামের নগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত “পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুব সমাজের ভূমিকা” শীর্ষিক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা, যুব ফোরামের নগর শাখার সভাপতি থুইক্যসিং মার্মা ও বন্দর থানার থানা শাখার সভাপতি ক্লান্তময় চাকমা ও পিসিপির চবি শাখার সাধারণ সম্পাদক রুপন চাকমা। সভা পরিচালনা করেন যুব নেতা সুকৃতি চাকমা।

ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা বলেন, মেধা থাকা সত্বেও অধিকার না থাকার কারণে পাহাড়িরা পার্বত্য চট্টগ্রামের বাইরে এসে চট্টগ্রামসহ শহর অঞ্চলে কাজ করতে হচ্ছে। আগামী দিনে জুম্ম জনগণের জাতীয় স্বার্থে ইউপিডিএফ হবে অতন্দ্র প্রহরী।

তিনি আরো বলেন, যে কোন আন্দোলনে যুব শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যুব সমাজের অংশগ্রহণের মাধ্যমেই আন্দোলন বেগবান হয়। তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

থুইক্যচিং মার্মা বলেন, অধিকার আদায় করার জন্য জনগণের আন্দোলনে অংশগ্রহণের কোন বিকল্প নেই। তিনি আন্দোলন জোরদার করতে এলাকার মুরুব্বীদের সহযোগীতা কামনা করেন।
————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More