কল্পনা চাকমা’র অপহরণকারীদের বিচার দাবিতে ৮ জুন ঢাকায় সমাবেশ করবে হিল উইমেন্স ফেডারেশন

0

ঢাকা : পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশে আলোচিত কল্পনা চাকমা অপহরণের ২২তম বার্ষিকী উপলক্ষে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গং’এর বিচার ও সাজার দাবিতে আগামীকাল ৮ জুন ২০১৮, শুক্রবার বিকাল ৩টায় ঢাকায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে। পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ) এই সমাবেশ আহ্বান করেছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে লে. ফেরদৌস ও তার সহযোগীদের দ্বারা অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত হয়। কিন্তু দীর্ঘ ২২ বছরেও চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার দোসরদের বিচার হয়নি। উপরন্তু কল্পনা অপহরণের মামলা নিয়ে গড়িমসি, কল্পনার ভাইদের হয়রানিসহ নানা ষড়যন্ত্র চলছে।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কল্পনা চাকমা অপহরণের বিচার দাবিতে পাহাড়-সমতলে আন্দোলন জোরদার করার লক্ষে সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশের জন্য দেশের বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
—————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More