খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি : খাগড়াছড়ি শহরের কল্যাণপুর থেকে আজ ৩০ জুন রবিবার বিকালে সেটলার বাঙালিরা নীতিশ চাকমা(১৮) নামে এক ছাত্রকে ধরে নিয়ে মারধর করার পর পুলিশে সোপর্দ করেছে । অবশ্য পরে তাকে থানা থেকে মুক্তি দেয়া হয় বলে জানা গেছে।নীতিশ চাকমা খাগড়াছড়ি শহরের দক্ষিণ পানখাইয়া পাড়ার (নিউজিল্যান্ড) লিটন চাকমার ছেলে। গত বছর সে এসএসসি পাশ করেছে।
জানা যায়, আজ রবিবার বিকালে নীতিশ চাকমা নিজ বাড়ি থেকে রাস্তা দিয়ে হেঁটে এসে কল্যাণপুরে রাস্তার উপর দাঁড়িয়ে তার এক সঙ্গীকে অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন সেটলার যুবক এসে তার বিরুদ্ধে অটোরিক্সা ভাংচুরের অভিযোগ তাকে ধরে নিয়ে বেদম মারধর করার পর পুলিশের হাতে সোপর্দ করে। পরে সন্ধ্যায় তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নীতিশ চাকমা অটোরিক্সা ভাংচুরের সাথে কোনপ্রকার জড়িত ছিলেন না।খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের ডাকা অবরোধ চলাকালে প্রশাসন সেটলারদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করায় তারা এ ঘটনা সংঘটিত করতে সাহস পেয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।