খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: মাসুদ করিম প্রার্থীদের মধ্যে আজ ১৪ ডিসেম্বর শনিবার এই প্রতীক বরাদ্দ করেন।
এবারের নির্বাচনে খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী ইউপিডিএফের সভাপতি প্রসিত বিকাশ খীসা হাতি, আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ দলীয় প্রতীক লাঙ্গল, জনসংহতি সমিতির(এমএন লারমা) নেতা মৃণাল কান্তি ত্রিপুরা বই প্রতীক বরাদ্দ পেয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আ’লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও তা গৃহীত হয়নি।
একইভাবে আরেক স্বতন্ত্র প্রার্থী উজ্জ্বল স্মৃতি চাকমার মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদনপত্রও আইনগত কারণ দেখিয়ে গ্রহণ করেনি রিটার্নিং অফিসার। তবে প্রতীক বরাদ্দের সময় তার কোন প্রতিনিধি উপস্থিত থাকেননি।