খাগড়াছড়ির গরগজ্যাছড়িতে সেনাবাহিনী কর্তৃক ঘরে ঘরে তল্লাশি

0

খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার ১নং গরগজ্যাছড়ি গ্রামে আজ রবিবার (১৯ নভেম্বর ২০১৭) ভোরে সেনাবাহিনী ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় দুই গ্রামবাসীকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে লে. কর্নেল মোস্তাক আহমেদ এর নেতৃত্বে মহালছড়ি জোন থেকে একদল সেনা সদস্য গরগজ্যাছড়ি গ্রামে ঘরে ঘরে তল্লাশি চালায়। সেনারা রাতে গিয়ে গ্রামটি ঘিরে রাখে বলে গ্রামবাসীরা জানান।

যাদের ঘরবাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ১. সুখময় চাকমা(৬৫), ২. রোজা দেওয়ান(৬০), ৩. নিউটন চাকমা(৪০), ৪. মোদারাম চাকমা(৪৭), তিনি সেনাবাহিনীর সাবেক সদস্য; ৫. সোনারামা চাকমা(৪৫), ৬. বসন্ত চাকমা(৪৫), ৭. মজেন্দ্র চাকমা(৪৬), ৮. চেগা চাকমা(৪৫)।

এ সময় জীবন দেওয়ান(৩৯) ও প্রদত্ত চাকমা(৩৪) নামে গ্রামের দুই বাসিন্দাকে সেনারা আটক করে। সেনারা তাদের কাছ থেকে গতকাল কমলছড়িতে যারা মারামারি করেছে তারা কারা, এরা কোথায় চলে গেছে… ইত্যাদি জিজ্ঞাসার নামে মানসিক হয়রানি করার পর ছেড়ে দেয়।

ব্যাপক তল্লাশি’র পরও অবৈধ কোন কিছুই উদ্ধার করতে না পেরে সকালে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More