জামিন লাভের পরও জেল কর্তৃপক্ষ গণতান্ত্রিক যুব ফোরাম নেতা মাইকেল চাকমাকে মুক্তি দিচ্ছে না

0

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিএইচটিনিউজ.কম

চট্টগ্রাম ও রাঙামাটিতে দায়েরকৃত সকল মামলায় জামিন লাভের পরও চট্টগ্রাম জেল কর্তৃপক্ষ গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমাকে মুক্তি দিচ্ছে না গতকাল জামিনের আদেশনামা জেল কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের পরও তাকে মুক্তি দেয়া হচ্ছে না

জুরাছড়ি মামলা নং ১১/২০১১, বিশেষ ট্রাইবু্যনাল মামলা নং ৮০/২০১১ ও দায়রা মামলা নং ৭৩৯/২০১১ এই তিনটি মামলায় পাওয়া জামিনের সকল আদেশনামা গতকাল ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় চট্টগ্রাম জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরও আজ বিকেল ৫টা পর্যন্ত মাইকেল চাকমাকে মুক্তি দেয়া হয়নি৷ ডেপুটি জেলার জাহেদুল আলমের সাথে গতকাল যোগাযোগ করা হলে তিনি মাইকেল চাকমার মুক্তির জন্য ৫০ হাজার টাকা উত্‍কোচ দাবি করেন এবং ওই টাকা দেয়া না হলে তাকে (মাইকেল চাকমাকে) র‌্যাব অথবা পুলিশের হাতে তুলে দেয়া হবে বলে জানান

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা আজ ২৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে মাইকেল চাকমাকে মুক্তি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, জামিনের সকল আদেশনামা জেল কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর পরও তাকে মুক্তি না দেয়া আদালত অবমাননার সামিল তিনি আইনের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক অবিলম্বে মাইকেল চাকমাকে মুক্তি দেয়ার জন্য জেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান

আগামী শনিবার মাইকেল চাকমার মুক্তির দাবিতে ও তার বিরুদ্ধে আনীত মিথ্যা মামলাসহ জেল কর্তৃপক্ষের অন্যায় আচরণ তুলে ধরতে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হবে এতে গণতান্ত্রিক যুব ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও এডভোকেট ভুলন ভৌমিক উপস্থিত থাকবেন অপরদিকে চট্টগ্রামের ডেপুটি জেলার জাহেদুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে

উল্লেখ্য যে, গত ৩ ফেব্রুয়ারী মাইকেল চাকমা চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা রোডের বণিক পাড়া থেকে র‌্যাব র্তৃক গ্রেফতার হন এরপর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত গত ২৬ মে তাকে জামিন মঞ্জুর করেন কিন্তু সেদিন জুরাছড়ির একটি হত্যা মামলায় শ্যেন এ্যারেস্ট দেখিয়ে তাকে পূনরায় জেল গেট থেকে আটক করা হয় গত ১৮ সেপ্টেম্বর রাঙামাটি জেলা দায়রা জজ আদালত উক্ত মামলার জামিন মঞ্জুর করেন এবং ১৯ সেপ্টেম্বর জামিনের আদেশ নামা রাঙামাটি জেল কর্তৃপক্ষের নিকট পৌঁছানো হয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More