নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অস্ত্রের মুখে এক পাহাড়ি গৃহবধুকে অপহরণ!

0

সিএইচটিনিউজ.কম ডেস্ক:
Kidnapবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া পাড়া থেকে শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এক পাহাড়ি গৃহবধুকে (২৮) অপহরণ করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। পুলিশ অপহৃত গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে সুত্রে জানা গেছে। খবর সিএইচটিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে মূখোঁশপরা একদল দুর্বৃত্ত রেজু গর্জনবনিয়া এলাকার নিজ বাড়ীতে একা পেয়ে ওই গৃহবধুকে অপরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে এক পাহাড়ি যুবক মোবাইল ফোনে জানান, দীর্ঘদিন আগে গর্জনবনিয়া এলাকার ছৈয়দ হামজা নামে এক ব্যক্তি তাকে কু-প্রস্তাব দেয়। উক্ত প্রস্তাবে সে রাজী না হওয়ায় স্বামীর অনুপস্থিতিতে ছৈয়দ হামজার নেতৃত্বে একই এলাকার একাধিক অস্ত্র মামলার আসামী মোক্তার আহমদ সহ ৫/৬জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে অপহরণ করেছে। একইভাবে অনেকেই এ অভিযোগ করেছেন।

এব্যাপারে ঘুমধুম পুলিশ ফাড়ির আইসি বাচ্চু মিয়া অপহরণের সত্যতা স্বীকার করে বলেন, অপহরণের ঘটনা শুনলেও কে বা কারা এ ঘটনাটি করেছে আমরা তা এখনো নিশ্চিত হতে পারেনি। অপহৃতাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, অপহরণের ব্যাপারে আমি এখনো কিছু জানিনা। তবে খোঁজ নিয়ে দেখা হবে।

খবরের সূত্র: সিএইচটিনিউজ টোয়েন্টিফোর ডটকম

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More