পানছড়িতে ড্রাইভার-হেলপারের মারামারিকে কেন্দ্র করে সেটলারদের সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা, প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
জী গাড়ীর ড্রাইভার ওহেলপারের মারামারিকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানছড়িতে গতকাল ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যাপৌনে ৯টা দিকেউল্টাছড়ির মো: আবু তাহের-এর নেতৃত্বে একদলউচ্ছৃঙ্খল বাঙালী সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোরচেষ্টা চালিয়েছেএতে পাহাড়ি গ্রামগুলোতে আতংক ছড়িয়ে পড়ে

ড্রাইভার রিয়াজ উদ্দিনের জবান মূলেপানছড়ি থানা পুলিশের সূত্রে জানা যায়, পানছড়ি-তবলছড়ি সড়কে ঝর্ণাটিলা নামক এলাকায় গতমঙ্গলবারে টাকার ঝামেলা নিয়ে জী গাড়ীর ড্রাইভার রিয়াজ উদ্দিন তার গাড়ীরহেলপার বাদল মিয়াকে একটা চড় মারেচড় খাওয়ার রেশ ধরে গত বুধবার সন্ধ্যা সময়পানছড়ি-তবলছড়ি সড়ক দিয়ে তবলছড়ি থেকে পানছড়ি আসার পথে পায়ং পাড়া নামকএলাকায় আসলে হেলপার বাদল মিয়াড্রাইভার রিয়াজ উদ্দিনকে মারতে থাকে এবং দাদিয়ে এলোপাতাড়ি কোপ দিলে ড্রাইভার রিয়াজ উদ্দিন অজ্ঞান হয়ে পড়েপায়ং পাড়ারস্থানীয় লোকজন পানছড়ি বাজারে মোবাইলের মাধ্যমে ঘটনাটি জানালে কিছু উচ্ছৃঙ্খলবাঙালীপাহাড়িরা এক বাঙালীকে কেটে ফেলে পানছড়ি-তবলছড়ি সড়কে ফেলে রেখেছে বলেঅপপ্রচার করে পাহাড়িদের বিরুদ্ধে মিছিল, মিটিং করে এবং পাহাড়ি গ্রামে আক্রমনেরচেষ্টা চালায় এবং পানছড়ি উপজেলার উপজাতীয় সাংস্কৃতিক সংঘ নামক ক্লাবে ভাংচুর চালায়স্থানীয় পুলিশবিজিবি তানিক হস্তক্ষেপের কারনে পরিস্থিতি স্বাভাবিক হয়পানছড়ি-তবলছড়ি সড়কের পায়ং পাড়া নামক এলাকা থেকে ড্রাইভাররিয়াজ উদ্দিনকে উদ্ধারের পর পানছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরে আসলে তিনি পুলিশকে এভাবেঘটনার বিবরন দেন

পানছড়ি উপজেলাথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ড্রাইভার আর হেলপারের মারামারির ঘটনাকেএকটি মহল অন্যদিকে প্রবাহিত করার চেষ্টাকরেছেতবে ঘটনাটি পাহাড়ী-বাঙালীর মধ্যে ঘটেনি।

পানছড়ি উপজেলা চেয়ারম্যানসর্বোত্তম চাকমা বলেন, বাঙালী ড্রাইভার আর হেলপারের মারামারিঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সাম্প্রদায়িক উস্কানির ঘটনা খুবই দুঃখ জনক

সাম্প্রদায়িকউস্কানি দাতাদের গ্রেফতারেরদাবিতেপানছড়িতে নাগরিক সমাজেরবিক্ষোভ
উপজাতীয়সাংস্কৃতিককাবেভাংচুরসাম্প্রদায়িকউস্কানিরসাথেজড়িতদেরগ্রেফতারেরদাবিতেনাগরিকসমাজপানছড়িতেবিক্ষোভমিছিলসমাবেশকরেছে।আজ২৭অক্টোবরবেলা২টায়পানছড়িউপজেলাসদরেরবৌদ্ধমন্দিরএলাকাথেকেবিক্ষোভমিছিলটিশূরুহয়েপানছড়িবাজারেগিয়েশেষহয়সেখানেঅনুষ্ঠিতসংক্ষিপ্তসমাবেশেলতিবানইউনিয়নেরচেয়ারম্যানশান্তিজীবনচাকমারসভাপতিত্বেবক্তব্যরাখেন২নংচেঙ্গীইউনিয়নেরচেয়ারম্যানঅনিলচন্দ্রচাকমা, রোমেল মারমাপবিত্রচাকমাপ্রমুখ।অমরচাকমাসমাবেশপরিচালনাকরেন।

বক্তারাবলেন, গতকালকেরঘটনাছিলসম্পূর্ণপরিকল্পিত।মো: রিয়াজউদ্দিনতার হেলপার কর্তৃক আহতহওয়ারপরওসেটলাররাবিনাকারণেপাহাড়িবিরোধীশ্লোগানদিয়েমিছিলকরেছেএবংক্লাবেভাংচুরচালিয়েসাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টাচালিয়েছে।বক্তারাঅবিলম্বেক্লাবেভাঙচুরসাম্প্রদায়িকউস্কানিদাতাদেরগ্রেফতারেরদাবিজানান।

বক্তারাহুঁশিয়ারীউচ্চারণকরেবলেন, আগামী৪৮ঘন্টারমধ্যেক্লাভাঙচুরেরসাথেজড়িতব্যক্তিদেরসাম্প্রদায়িকউস্কানিদাতাদেরগ্রেফতারকরানাহলেসড়কঅবরোধসহপানছড়িবাজারবয়কটকর্মসূচীঘোষণাকরাহবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More