সিএইচটিনিউজ.কম
পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে অস্থায়ী শহীদ স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে আজ ১০ এপ্রিল শুক্রবার লোগাং গণহত্যার ২৩তম বার্ষিকী পালিত হয়েছে।
সকাল সাড়ে সাতটায় পানছড়ি ডিগ্রী কলেজ মাঠে শহীদদের স্মরণে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে রূপম ত্রিপুরা ও অরবিল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষ থেকে রূপায়ন চাকমা ও সন্তোষ চাকমা, ইউপিডিএফ’এর পক্ষ থেকে প্রদীপ চাকমা ও বধিক চাকমা অস্থায়ী শহীদ স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দ্র দেব চাকমা ও সাবেক গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক বিবর্তন চাকমা। পুষ্পমাল্য অর্পন করার পর শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর রূপম ত্রিপুরার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ এপ্রিল সেনাবাহিনীর সহযোগিতায় সেটলাররা লোগাং গুচ্ছগ্রামে গণহত্যা চালায়। এতে শিশু, বৃদ্ধ নারী সহ কয়েক শত পাহাড়ি হতাহত হয়। অগ্নিসংযোগ করে পুড়ে ছাই করে দেয়া হয় শতশত পাহাড়ি ঘরবাড়ি।
——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।