পার্বত্য চট্টগ্রামে তিন দিনের বৈসাবি উৎসব আজ শুরু

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম

Boisabiনদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবির মূল তিন দিনেরসামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আজ বৃহস্পতিবার শুরু হয়েছেএ তিন দিনকে চাকমারা ফুলবিঝু, মূলবিঝু, গোজ্যেপজ্যে দিন, ত্রিপুরারা হারিবৈসু, বিষুমা, বিচিকাতাল এবং মারমারা পেইংচোয়ে, আক্যে ও আতাদা বলেসার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে আজ ভোরে খাগড়াছড়ির চেঙ্গী নদীত ফুল ভাসানো হয়।

পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের জন্য বাংলাবছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিনে পাহাড়িরা এ উসব দযাপন করে। চাকমারা বিঝু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসু, তঞ্চঙ্গ্যারাবিষু, অহমিয়ারা বিহু নামে এ উৎসব উদযাপন করে

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More