বকুল চাকমাসহ ইউপিডিএফের ৬ নেতা জামিনে মুক্ত

0

নিজস্ব প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
চট্টগ্রাম: ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) চট্টগ্রাম মহানগর ইউনিটের সংগঠক বকুল চাকমাসহ ইউপিডিএফ-ভুক্ত গণতান্ত্রিক যুব ফোরামের ৬ নেতা জামিন লাভের পর আজ ৩০ নভেম্বর, শুক্রবার জেল থেকে মুক্তি পেয়েছেনমুক্তিপ্রাপ্ত অন্যান্যরা হলেন যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা, বন্দর থানা শাখার সভাপতি বিজয় চাকমা, সদস্য সুমন চাকমা, অতীশ চাকমা ও পিসিপি সদস্য জোনাথন চাকমা
গত ২৮ নভেম্বর বুধবার চট্টগ্রামের বিজ্ঞ জজ আদালত তাদের সবার জামিন আবেদন মঞ্জুর করলে আজ শুক্রবার সকালে তারা জেল থেকে ছাড়া পান
উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর সুপ্রীম চাকমা ছাড়া বাকি পাঁচ জনকে গ্রেফতার করে ইতিপূর্বে পটিয়ায় রহস্যজনকভাবে নিহত জেএসএস সন্তু গ্রুপের সদস্য শুক্র চাকমা হত্যা মামলায় তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নম্বর হলো ১৭/১০/২০১১, ধারা ৩০২, ২০১ (৩৪) দ:বি:গত ১৬ ফেব্রুয়ারী আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করলেও, ১৭ সেপ্টেম্বর পটিয়ায় হাজিরা দিতে গেলে তাদের পাঁচ জনকে পুনরায় আটক করা হয়
অপরদিকে ডিওয়াইএফ নেতা সুপ্রীম চাকমা গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর থানায় সহকর্মীদের ছাড়িয়ে আনতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে চক্রান্তমূলকভাবে উক্ত শুক্র চাকমা হত্যা মামলায় জড়িয়ে দেয়ইতিপূর্বে তাকে গত ১৬ জুলাই ২০১১ চট্টগ্রাম মহানগরের বটতলী রেল স্টেশন থেকে পোস্টার লাগানোর সময় ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছিলঅবশ্য এর কয়েক দিন পর ১৯ জুলাই আদালতের নির্দেশে তাকে জেল থেকে ছেড়ে দেয়া হয়
গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা তাদের জামিনে মুক্তিলাভকে স্বাগত জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেছেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More