বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে খাগড়াছড়ি সরকারি কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি জারি

0

Khg college biggoptiকলেজ প্রতিবেদক, খাগড়াছড়ি : কলেজের আইন-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের স্বার্থে বহিরাগতদের প্রবেশ ও যাতায়াত সম্পর্ণ নিষিদ্ধ ঘোষণাসহ কয়েকটি শর্ত আরোপ করে বিজ্ঞপ্তি জারি করেছে খাগড়াছড়ি সরকারি কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরো যেসব শর্ত আরোপ হয়েছে সেগুলো হচ্ছে- প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে হবে; আইডি কার্ড ঝুলিয়ে প্রদর্শন করতে হবে; উচ্চ মাধ্যমিক শ্রেণীর কোন ছাত্র-ছাত্রী ইউনিফর্ম ছাড়া কলেজে প্রবেশ করতে পারবে না; কোন ছাত্র-ছাত্রী মোবাইল সঙ্গে আনতে পারবে না; শিক্ষা উপকরণ ছাড়া অন্য কোন সামগ্রী সঙ্গে রাখা যাবে না।

বিজ্ঞপ্তিতে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপালন করার জন্য কলেজের সকল ছাত্র-ছাত্রীদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ কলেজ ক্যাম্পাসে দুই পাহাড়ি ছাত্রকে সেটলার ছাত্ররা মারধর করলে পাহাড়ি ও সেটলার ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরই ২৮.০৩.১৭ এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
——————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More