বাঘাইছড়িতে ঘরে ঘরে সেনা তল্লাশি

0

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রাঙামাটি জেলার বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের কয়েকটি গ্রামে সেনাবাহিনী ঘরে ঘরে তল্লাশি অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ ১ মে ২০১১, রবিবার এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সকাল ৬ টার সময় করঙাতলী আর্মি ক্যাম্প (১৪ বীর) থেকে ৩০-৪০ জনের একদল সেনা রূপকারী ইউনিয়নের দোহাইয়া, মাইসছড়ি ও গবঘোনা এলাকায় অপারেশনে যায়। তারা সেখানে গিয়ে প্রথমে পুরো এলাকা ঘিরে রাখে। দীর্ঘক্ষণ ঘিরে রাখার পর দুপুর ১২টার দিকে সেনারা রূপকারী ইউনিয়নের দোহাইয়া গ্রামের তাজমহল চাকমা (জুঙপেদা), বয়স : ৫৪, পিতা-মৃত হৃদয় রঞ্জন চাকমা, মাইসছড়ি ধনপাদা গ্রামের ধনেশ্বর চাকমা (৩৫), পিতা- অশ্বিনীকান্ত চাকমা ও গবঘোনা গ্রামের সিদ্ধার্থ চাকমা (হেদারা), বয়স : ৭০ পিতা- তাম্রুধন চাকমার বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। সেনারা তাদের বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যায়। ঘরে ঘরে তল্লাশির পরও কোনকিছু না পেয়ে দুপুর ১টার দিকে সেনারা ক্যাম্পে wd‡i যায়।

তবে কি কারণে সেনারা এ ধরনের তল্লাশি অভিযান চালিয়েছে তা জানা জায়নি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More