বান্দরবানের দুই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

0

বান্দরবান প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Bandarban chairmanতৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবান সদর উপজেলায় আব্দুল কুদ্দুছ ও আলীকদম উপজেলায় আবুল কালামকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বান্দরবান সদর উপজেলায় ৩৭ কেন্দ্রে বিএনপি’র সমর্থিত প্রার্থী আবদুল কুদ্দুছ মোটর সাইকেল প্রতীক নিয়ে ১১ হাজার ১শ’ ৯৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  পার্বত্য চট্টগ্রাম জনসংহতিসমিতি(পিসিজেএসএস) এর সমর্থিত প্রার্থী উইন মং মারমা(জলিমং) আনারস প্রতীক নিয়ে পান ৯হাজার ১শ’ ৩১ভোট।

আলীকদম উপজেলার ১৫টি  কেন্দ্রে বিএনপি’র সমর্থিত প্রার্থী আবুল কালাম দোয়াত-কলম প্রতীক নিয়ে  ৮হাজার ৩শ’ ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী জামালউদ্দিন কাপ-পিরিচ প্রতীক নিয়ে পান ৫হাজার ৪শ’ ৬৮ভোট।

জেলা রিটার্নিং অফিসার ইশরাত জামান এই ফলাফল ঘোষণা করেন।

বান্দরবান সদর উপজেলায় ভোটার সংখ্যা হচ্ছে ৫৪ হাজার ৭শ’১৪জন আর আলীকদম উপজেলায় রয়েছে ২৪ হাজার ৬শ’ ৯০জন ভোটার।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More