মহালছড়িতে পাহাড়িদের জায়গা বেদখল করে সেটলারদের ঘর তৈরি

0

সিএইচটি নিউজ ডটকম
Mohalchariমহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উল্টাছড়ি ও করল্যাছড়ির মধ্যবর্তী স্থানে পাহাড়িদের জায়গা বেদখল করে সেনাবাহিনীর সহযোগীতায় সেটলার বাঙালিরা ঘর তৈরি করেছে।

জানা যায়, গতকাল রবিবার (১৫ নভেম্বর) রাতে দাঁতকুপ্যা এলাকা থেকে একদল সেটলার সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় উল্টাছড়ি গ্রামের বাসিন্দা বীরবল চাকমা ও ভিতর করল্যাছড়ি গ্রামের বাসিন্দা নিখিল চাকমার রেকর্ডিয় ও ভোগদখলীয় জায়গা বেদখল করে ঘরবাড়ি তৈরি করে। রাতের আঁধারে সেখানে তারা ৮টি ঘর তৈরি করেছে। বর্তমানে ওই জায়গায় সেনা সদস্যরা অবস্থান নিয়ে সেটলারদের নিরাপত্তা দিচ্ছে বলে জানা গেছে। যার ফলে পাহাড়িরা ভয়ে সেখানে যেতে পারছে না।

যে জায়গায় সেটলাররা ঘর তৈরি করেছে সেখানে বীরবল চাকমার নামে ১৯৬৬ সালের বন্দোবস্তিকৃত ১০ একর ও নিখিল চাকমার দাদা মৃত রেবতী চাকমার নামে ১০ একর রেকর্ডিয় জায়গা রয়েছে।

এ বিষয়ে মহালছড়ি উপজেলা প্রশাসনকে অবগত করা হলেও এখনো কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, পাহাড়িদের ব্যাপক প্রতিবাদের মুখে প্রশাসন সেটলারদের তৈরি ঘর ভেঙে দিতে বাধ্য হয়েছে।

খবরটির ইংরেজী [English] ভার্সন পড়ুন এখানে
——————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More