মানিকছড়িতে বোরকা সন্ত্রাসী কর্তৃক ৪ পরিবার উচ্ছেদের শিকার

0

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দোজরী ও মহিষখালী গ্রাম থেকে ইউপিডিএফর চার কর্মী পরিবারকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে বোরকা সন্ত্রাসীরা। এরা হলেন ইউপিডিএফ সদস্য শ্রুতি মোহন চাকমার স্ত্রী আলপনা চাকমা ও তার দুই মেয়ে, অশোক কুমার চাকমার স্ত্রী সোনারাণী চাকমা ও তার ২ বছর ও ৯ মাস বয়সী দুই ছেলে, বিজয় চাকমার স্ত্রী গুড়িমিলা চাকমা ও তার ১২ ও ৮ বছর বয়সী ২ ছেলে ও ৭ মাস বয়সী এক মেয়ে এবং গোপাল চাকমার স্ত্রী সোনালী চাকমা ও তার ১১ বছর বয়সী এক ছেলে ও ৩ বছর বয়সী এক মেয়ে। তাদের স্বামীরা ইউপিডিএফের কাজ করে এটাই হচ্ছে তাদের অপরাধ।
জানা যায়, গতকাল ৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিযান ও মায়াধন চাকমার নেতৃত্বে ১১ জনের একদল সশস্ত্র বোরকা সন্ত্রাসী মহিষখালী ও দোজরী গ্রামে গিয়ে উক্ত ৪ পরিবারের উপর এক তান্ডবলীলা চালায়। সন্ত্রাসীরা জোরপূর্বক তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়িঘর ভাংচুর করে। এর আগেও সন্ত্রাসীরা শ্রুতি মোহন চাকমার স্ত্রী আলপনা চাকমাকে মারধর করে ও তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। সন্ত্রাসীরা তাদেরকে সেখানে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়। ফলে তারা খুবই অসহায়ভাবে অন্যত্র চলে যেতে বাধ্য হন। পরনের কাপড়-চোপড় পর্যন্ত সাথে নেয়ার সুযোগ দেয়নি সন্ত্রাসীরা। বর্তমানে তারা নিজ নিজ আত্মীয়ের বাড়িতে কষ্টকর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সেনা মদদপুষ্ট বোরকা পার্টির সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি এলাকায় খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও নানা অপকর্ম সংঘটিত করে আসছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপতো গ্রহণতো দূরের কথা বরং তারাই এসব সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে লালন পালন করছে। ফলে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে নানা ধরনের অপকর্ম করতে উসাহী হয়ে উঠেছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More