রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
লংগদু: রাঙামাটির লুঙুদু উপজেলায় আজ সকালে গুলিতে এক জেএসএস(সন্তু) কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের নাম করুন চাকমা(৪৫)।
তিনি উপজেলার তিনতিলা গ্রামের অনিল চাকমার ছেলে।আজ শনিবার সকাল ৮টায় উপজেলা সদরের কাত্তোলতুলি এলাকায় এই ঘটনা ঘটে ।
দোকান থেকে মোবাইল ফোনে টাকা রিচার্জ করে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত সশস্ত্র দলের হামলার শিকার হন করুণ চাকমা । হামলায় তার পায়ে ও পেটের নীচে গুলি লাগে । পরে গুরুতর আহত অবস্থায় তাকে লুঙুদু হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। তিনি সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস-এর সশস্ত্র গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনার পর উক্ত এলাকায় পুলিশের পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি পাঠানো হবে।
—–