রামগড়ে ৭৫ পরিবারকে ফলজ চারা দিলো ইউপিডিএফ

0

রামগড় প্রতিনিধি।। খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে ৭৫ পরিবারকে ফলজ চারা প্রদান করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রামগড় ইউনিট।20270175_492620837751632_1690683093_n
আজ বৃহস্পতিবার (২০ জুলাই ২০১৭) সকাল ১১টায় ইউপিডিএফ-এর রামগড় ইউনিটের সংঠক অপু ত্রিপুরা ২নং পাতাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাচৌক পাড়ার ৭৫ পরিবারকে ৭টি করে আম ও ৩টি করে কাঁঠাল চারা প্রদান করেন।

এ সময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।20179778_492618651085184_696461723_n

চারা প্রদানকালে ইউপিডিএফ নেতা বলেন, ইউপিডিএফ সকল নিপীড়িত জাতিসমূহের পাশে থেকে পার্বত্য চট্টগ্রামে জনগণের প্রাণের দাবি পূর্ণস্বায়ত্তাশাসন আদায়ের লড়াইয়ের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, সামাজিক, অর্থনৈতিক, বন ও পরিবেশ রক্ষাসহ নানান ধরণের উন্নয়নমূলক কাজে সহায়তা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও এই চারা বিতরণ করা হচ্ছে।

20216314_492617537751962_88199204_o

তিনি পরের উপর নির্ভরশীল না হয়ে সবদিক দিয়ে নিজেদেরকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More