লক্ষ্মীছড়িতে পাহাড়ি তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

OLYMPUS DIGITAL CAMERAখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক পাহাড়ি তরুণীকে(১৭)সেটলার কর্তৃক গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারী সেটলারদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি সদর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছেআজ ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১টায় খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া থেকে হিল উইমেন্স ফেডারেশন একটি বিক্ষোভ মিছিল বের করেমিছিলটি চেঙ্গী স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যচিং মারমা ও খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা

এছাড়া সেটলার কর্তৃক মারধরের শিকার ধর্ষিতার চাচাত ভাই জীবন চাকমাও বক্তব্য রাখেনউপস্থাপনা করেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেটলার কর্তৃক নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছেপ্রশাসন কর্তৃক ধর্ষণকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ না করার কারণে বার বার এ ধরনের ঘটনা ঘটছে

বক্তারা আরো বলেন, সেটলার কর্তৃক ধর্ষণের শিকার ওই তরুণী ধর্ষিত হওয়ার কথা জানানোর পরও লক্ষ্মীছড়ি থানায় ধর্ষণের মামলা না নিয়ে ধর্ষণ প্রচেষ্টা হিসেবে মামলা নথিভুক্ত করা হয়েছেযার মধ্যে দিয়ে প্রশাসন ধর্ষণকারীদের রার চেষ্টা চালাচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন

বক্তারা অবিলম্বে ধর্ষণকারী সেটলারদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্ষিতার সুচিকিৎসা ও যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান

অন্যদিকে ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছেসকাল ১১টায় খাগড়াছড়ি কলেজের পূর্ব গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে মানববন্ধন রচনা করেএ সময় খাগড়াছড়ি কলেজের ছাত্র ক্যচাইং মগ, উক্যচিং মারমা, বাবলু মারমা, বিপুল চাকমা ও সুনেন্দা মারমা বক্তব্য রাখেন

বক্তারা অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান

মানববন্ধন শেষে আবারো বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কোয়ার থেকে কলেজের দক্ষিণ গেট পর্যন্ত যায়সেখানে মিছিলটি শেষ হয়

এছাড়া খাগড়াছড়ি জেলার মহালছড়ি এবং পানছড়িতেও বিক্ষোভ হয়েছেইউপিডিএফ ও জেএসএস(এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মহালছড়ি কলেজ থেকে বের হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা ও ইকো চাকমা বক্তব্য রাখেন

রাঙামাটি জেলার নান্যাচরেও উক্ত ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। মিছিলটি উপজেলার রেস্ট হাউজ মাঠ থেকে শুরু হয়ে নান্যাচর বাজার প্রদক্ষিণ করে আবার রেস্ট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের ডানে লক্ষীছড়ির থুইল্লা কার্বারী পাড়ার নরম্যা চাকমার মেয়ে ওই তরুণী গতকাল ১ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টার দিকে তার চাচাত ভাই জীবন চাকমার সাথে নান্যাচর যাবার উদ্দেশ্যে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে লক্ষ্ণীছড়ি থেকে মানিকছড়ি যাবার পথে মঘাইছড়ি নামক স্থানে চার সেটলার যুবক কর্তৃক গণধর্ষণের শিকার হয়কয়েকজন সেটলার যুবক তাদের বহনকারী মোটর সাইকেল থামিয়ে তাকে তুলে নিয়ে যায়রাস্তা থেকে প্রায় ১ কিলোমিটার ভিতরে নির্জন স্থানে নিয়ে গিয়ে সেটলার যুবকরা তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেএ সময় মোটর সাইকেল চালক ও তার চাচাত ভাইকেও অপর কয়েকজন সেটলার এক জায়গায় বেধে রেখে মারধর করে এবং মোবাইল ফোন ও টাকা কেড়ে নিয়ে যায়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More