সুবলঙে ১২ নারীকে অপহরণ করার অভিযোগ ভিত্তিহীন

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সুবলং ইউনিটের সংগঠক তরুণ বিকাশ চাকমা আজ ১৭ জানুয়ারী ২০১৩ বৃহষ্পতিবার এক বিবৃতিতে রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন সুবলং ইউনিয়নের দিঘোলছড়ি গ্রাম থেকে ১২ নারীকে অপহরণ করার অভিযোগকে ভিত্তিহীন, কাল্পনিক ও সন্তু গ্রুপের জঘন্য মিথ্যাচার আখ্যায়িত করে বলেছেন, “আদতে সে ধরনের কোন ঘটনা ঘটেনিচাঁদা দাবি করার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও বানানোএতে সত্যতার লেশমাত্র নেই।”
তিনি বলেন, “গত ১৪ জানুয়ারী সোমবার দিঘোলছড়ি এলাকার জনগণ ইউপিডিএফের সহায়তায় সন্তু গ্রুপের লোকজনকে ওই এলাকা থেকে তাড়িয়ে দিয়ে নিজেদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করেএ কারণে সন্তু গ্রুপ আক্রোশ বশতঃ দিক বিদিক জ্ঞান হারিয়ে ইউপিডিএফের বিরুদ্ধে এভাবে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।”
সরকারের দালাল সন্তু চক্রের অপপ্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে ইউপিডিএফ সংগঠক আরো বলেন, সন্তু লারমার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভ ও গণ অসন্তোষের বিষ্ফোরণ ঘটতে শুরু করেছে, দিকে দিকে জনগণ সংঘবদ্ধ হয়ে তাদের শায়েস্তা করছেনতাদের মুসলিম লীগের মতো ভাগ্যবরণ এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।#

………..

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More