সেনাবাহিনী পেট্রোল ঢেলে রমেল চাকমার মরদেহ পুড়িয়ে ফেলায় পিসিপির বিক্ষোভ

0

18072816_453976004948184_1565011699_nনান্যাচর : রাঙ্গামাটির নান্যাচরে আজ ২১ এপ্রিল শুক্রবার বেলা ২টায় কোন প্রকার সামাজিক ও ধর্মীয় প্রথা উপেক্ষা করে সেনাবাহিনীরা শহীদ ছাত্র নেতা ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমার মৃতদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) নান্যাচর উপজেলা শাখা।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশগ্রহণের জন্য আসা লোকদের সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন বাধা দেয়া সত্ত্বেও সমাবেশ সফলভাবে সম্পন্ন করা হয়।

বাধার মূখে মিছিলটি কাউন্সিল অফিস থেকে শুরু হয়ে উপজেলা শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার সহসাধারণ সম্পাদক রিপনআলো চাকমা ও নান্যাচর ‍উপজেলা শাখার সভাপতি জয়ন্ত চাকমা।

সমাবেশে বক্তারা এইচএসসি পরীক্ষার্থী ও ছাত্র নেতা শহীদ রমেল চাকমার মৃতদেহ গতকাল স্বজনদের কাছ হতে ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীরা তাদের হেফাজতে রেখে আজ দুপুরে জুম্ম সমাজে মৃতদেহ দাহ করার কোন প্রকার সামাজিক ও ধর্মীয় রীতিনীতি ছাড়াই পেট্রোল ঢেলে তার মৃতদেহ পুড়িয়ে ফেলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।  মৃতদেহ নিয়ে সেনাবাহিনীর এমন আচরন পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরো বলেন, সরকারের পার্বত্য চট্টগ্রামের বসবাসরত জুম্ম জনগণের প্রতি এই ফ্যসিবাদি আচরণের বিরুদ্ধে সর্বস্তরের জুম্ম জনতার দূর্ভেদ্যভাবে ঐক্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

——————————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More