অনিল তঞ্চঙ্গ্যার অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

 অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যার অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করছে কাপ্তাই সচেতন নাগরিক সমাজ

অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যার অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করছে কাপ্তাই সচেতন নাগরিক সমাজ

সন্ত্রাসীদের হাতে ২ বছর আগে অপহৃত রাঙামাটি জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যার অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কাপ্তাই উপজেলার সচেতন নাগরিক সমাজ।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি ২০১৪) সকালে কাপ্তাইয়ের বড়ইছড়ি উপজেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কাপ্তাইয়ে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

অনিল তঞ্চঙ্গ্যার স্ত্রী শান্তনা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা হেডম্যান সমিতির নেতা থোয়াইঅং মারমা, অনিল তঞ্চঙ্গ্যার দুই ছেলে ঝন্টু তঞ্চঙ্গ্যা ও নান্টু বিকাশ তঞ্চঙ্গ্যা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যাকে অপহরণের ২ বছর অতিক্রান্ত হলেও এখনো তাকে উদ্ধারের ব্যাপারে কোনো প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়নি। ২০১২ সালে অনিল তঞ্চঙ্গ্যাকে অপহরণের পর তাকে উদ্ধারের জন্য কাপ্তাই এলাকার সাধারণ জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছিল কিন্ত অনিল তঞ্চঙ্গ্যাকে উদ্ধারের আশ্বাস দিয়ে প্রশাসন সে আন্দোলনকে স্থগিত করে দেয়।

অনিল তঞ্চঙ্গ্যার বড় ছেলে ঝন্টু তঞ্চঙ্গ্যা অভিযোগ করে বলেন, আমার বাবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে অপহৃত হয়েছেন। গত ২ বছরে বাবাকে উদ্ধারের ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের কোনো সহযোগিতা পাইনি।

উল্লেখ্য, ২০১২ সালের ১০ জানুয়ারি রাঙামাটি যাওয়ার পথে কাপ্তাইয়ের বড়ইছড়ি ঘাগড়া সড়ক এলাকা থেকে  সশস্ত্র সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। জনসংহতি সমিতির(সন্তু পক্ষীয়) সশস্ত্র সদস্যরা এই অপহরণের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More