ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে তিন দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ

0

Khagrachariখাগড়াছড়ি প্রতিনিধি।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে তিন দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে ১০ দিনের রিমাণ্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে হাজির করা হলে মিঠুন চাকমার তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত সোমবার (১১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে খাগড়াছড়ি সদরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ মিঠুন চাকমাকে বেশ কয়েকটি পুরোনো মামলায় ওয়ারেন্ট দেখিয়ে আটক করে। এরপর গত ১৩/০৭/২০১৬ খাগড়াছড়ি সদর থানার এসআই বিবেকানন্দ দেবনাথ বাদী হয়ে ষড়যন্ত্রমূলকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় নতুন একটি মামলা দায়ের করে ১০ দিনের রিমাণ্ড আবেদন করে।

ইউপিডিএফ অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমাণ্ড বাতিল করে মিঠুন চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছে।

এদিকে ষড়যন্ত্রমূলক মামলায় রিমাণ্ডে নিয়ে মিঠুন চাকমাকে নির্যাতন ও হয়রানির আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। তারা অনতিবিলম্বে মিঠুন চাকমার মুক্তির দাবি করেছেন।  সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিঠুন চাকমার মুক্তির দাবি জোরালো হচ্ছে।
————–

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More