কাপ্তাইয়ে সেনা সদস্যের বিরুদ্ধে পাহাড়ি কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

0
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটির কাপ্তাইউপজেলায় ছুটিতে আসা সেনাবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে এক পাহাড়িকলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছেওই সদস্যের বিরুদ্ধেশাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) রাঙামাটি শহরে সংবাদ সম্মেলন করেছে
সংবাদ সম্মেলনেবিএমএসসি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উথান মারমা লিখিত বক্তব্যে বলেন, কাপ্তাই উপজেলা সদরের বরইছড়ি কর্ণফুলী কলেজ গেট এলাকায় তিনজন পাহাড়ি ছাত্রীভাড়া বাসায় থাকেননিরাপত্তা বাহিনীতে কর্মরত ওই এলাকার মোহাম্মদ আবুইউসুফ গত শনিবার রাত দেড়টার দিকে বাড়ির বেড়া কেটে ছাত্রীদের ভাড়া বাসায়ঢোকেনএ সময় তিনি এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালানপরে সেখান থেকে তুলেনেওয়ারও চেষ্টা করেনএই অবস্থায় ছাত্রীটির চিকারে তাঁর সহপাঠী ও আশপাশেরলোকজন সেখানে গেলে আবু ইউসুফ পালিয়ে যানতিনি বর্তমান কর্মস্থল খাগড়াছড়িথেকে ছুটিতে বাড়িতে আসেন
তিনি আরও বলেন, গত রোববার সকালে ছাত্রীটিসহপাঠীদের সহযোগিতায় কাপ্তাই থানায় আবু ইউসুফের বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেনসংবাদ সমেঞ্চলনে আরও উপস্থিত ছিলেনবিএমএসসির রাঙামাটি জেলা শাখার সভাপতি উনুচিং মারমা, সাধারণ সম্পাদকসাথোয়াই অং মারমা, কাপ্তাই উপজেলা শাখার সভাপতি উসুইচিং মারমা
কাপ্তাইথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন ছাত্রী লাঞ্ছিত করারঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেনতিনি বলেন, আবু ইউসুফকেগ্রেপ্তার করা হয়েছেপরে তাঁদের আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যআবু ইউসুফকে নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে

সূত্র:(প্রথম আলো, ১১ সেপ্টেম্বর ২০১২, http://www.prothom-alo.com/detail/date/2012-09-11/news/288298)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More