কুদুকছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

0

Kudukchari, 4, 1 July 2016

কুদুকছড়ি (রাঙামাটি) : ‘আসুন দলে দলে সবাই মিলে পরিবেশোপযোগী বৃক্ষরোপন করি, প্রিয় মাতৃভূমিকে পরিকল্পিত বনায়নের মাধ্যমে গড়ে তুলি” এই স্লোগানে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে ইউপিডিএফ ও কুদুকছড়ি ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সকাল ৮টায় ধর্মঘর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ইউপিডিএফ সংগঠক সচল চাকমা। এ সময় কুদুকছড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান কানন চাকমা ও ঘিলাছড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অমল কান্তি চাকমা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে এলাকার জনগণ স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।Kudukchari 2, 1 July 2016

কর্মসূচী উদ্বোধনকালে সচল চাকমা বলেন, গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ রক্ষা হলে মানুষের জীবন রক্ষা হবে। গাছ আর মানুষের মাঝে রয়েছে সুনিবিড় সম্পর্ক। গাছের অস্তিত্ব মানে প্রাণের অস্তিত্ব, প্রাণীর অস্তিত্ব। যে অঞ্চলে যত গাছপালা, সেই অঞ্চল তত বেশি প্রাণবন্ত। গাছ ধৈর্যের প্রতীক, ধীরস্থির সাধনার প্রতীক, জীবনের সার্থকতার প্রতীক। শান্তি, সহিষ্ণুতা আর প্রশান্তির যে নিরব অভিব্যক্তি তা মানুষের জন্য শিক্ষার দ্বার উন্মোচিত করে। গাছপালা মানব জীবন বৃত্তের কেন্দ্রবিন্দু। তাই সময়ের প্রয়োজনে গাছ লাগানো এখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে।Kudukchari3, 1 July 2016

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বনভূমি এবং বনজ সম্পদ সংরক্ষণে ইউপিডিএফ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এ নিয়ে জনগনকে সচেতন করছে। জুম্ম জনগণের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা এবং পার্বত্য চট্টগ্রামকে সবুজ-শ্যামল অরণ্যে রূপ দেবার লক্ষ্যে ইউপিডিএফ প্রতি বছর বর্ষা মৌসুমে জনগণের মাঝে বিভিন্ন জাতের বনজ, ফলজ ও ঔষধি চারা বিতরণ করে থাকে। জুম্ম জনগণের প্রকৃত অধিকার পূর্ণস্বায়ত্তশাসন আদায়ের আন্দোলনের পাশাপাশি ইউপিডিএফ জনগণের সেবামূলক কাজেও মনোযোগী। যেমন- প্রাইমারী স্কুল এবং হাইস্কুল প্রতিষ্ঠাসহ বেতন-ভাতা দেয়া, রাস্তাঘাট নির্মাণ-সংস্কার, বিহার, মন্দির প্রতিষ্ঠাসহ আর্থিক সাহায্য, গরীব-দুঃখীদের সাহায্য প্রদান, গরীব- মেধাবী ছাত্র/ছাত্রীদের সাহায্য, ধান কাটা-তোলার কাজে  স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, স্কুলে বনজ- ফলজ, ঔষধি চারা বিতরণসহ ইত্যাদি উন্নয়ন ও জনসেবামূলক কাজ করছে ইউপিডিএফ। তারই অংশ হিসাবে আজকের এই সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়েছে।

তিনি মানুষের জীবন ও পরিবেশ রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণের জন্য বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানান।
—————

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More