খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমা’র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

16998060_1005921589538360_1825017771786705343_n

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০১৭) সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি কলেজের জামতলা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চেঙ্গী স্কোয়ার হয়ে বাজার ঘুরে খাগড়াছড়ি জেলা আদালত সড়কের সামনে প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিজয় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী নুশ্যাচিং মারমা, এইচএসসি ১ম বর্ষের ছাত্র ধন কিশোর ত্রিপুরা, অনার্স ১ম বর্ষের ছাত্রী সীমা মারমা, অনার্স ৪র্থ বর্ষের ছাত্র উৎপল ত্রিপুরা।

16998060_1005921682871684_5810539563825355654_n

সংহতি জানিয়ে এতে আরো বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জেসিম চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চৈতালী চাকমা, জেএসএস এমএন লারমা সমর্থিত পিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সহ-সভাপতি কনক চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সদস্য সচিব অরিন্দম কৃষ্ণ দে, বিএমএসসি’র কলেজ  শাখার সভাপতি চাইথোয়াই মারমা প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা ইতি চাকমা’র হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। এর মধ্যে প্রশাসন হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে ব্যর্থ হলে ছাত্র ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি উচ্চারণ করেন।

বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ ইতি চাকমা’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

আরো পড়ুন:
>> খাগড়াছড়িতে ইতি চাকমা নামে এক কলেজ ছাত্রীকে গলাকেটে হত্যা

————–

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More