মাটিরাঙ্গায় পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে

চট্টগ্রামে পিসিপি ও যুব ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

সিএইচটি নিউজ ডটকম
CTG protest rally, 22.02.2016চট্টগ্রাম : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ষড়যন্ত্রমূলক ঘটনায় পাহাড়িদের উপর সেটলারদের নির্বিচারে হামলা ও তান্ডবের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নগরীর নিউমার্কেট দোস্ত বিল্ডিং হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

পিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি পলাশ চাকমার সভাপতিত্বে ও চবি শাখার অর্থ সম্পাদক সুনীল চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি চবি শাখার সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি শুভ চাক, যুব নেতা সুমন চাকমা। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শওকত আলী। যুব ফোরাম নেতা সুকৃতি চাকমাও এতে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, যখন সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে ঠিক তখন পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাঙালির লাশ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কোন প্রকার বাছ-বিচার ছাড়াই সেটলাররা পাহাড়িদের উপর নির্বিচারে হামলা চালিয়ে অনেককে আহত করেছে।

পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর এ ধরনের হামলা নতুন নয় উল্লেখ করে বক্তারা বলেন, পাহাড়িদের বসতভিটা কেড়ে নিতেই সেটলাররা পূর্বপরিকল্পিত এ সাম্প্রদায়িক হামলা চালিয়েছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, আহত পাহাড়িদের যথোপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণ এবং নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার আসল রহস্য উৎঘাটন করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More