গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে

চট্টগ্রামে বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

0

চট্টগ্রাম : পার্বত্য চট্টগ্রামে যুব সমাজের অগ্রগামী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে বন্দর নগরী চট্টগ্রামে আলোচনা সভার মধ্য দিয়ে বৈসাবি পরবর্তী পাহাড়িদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মে) বিকাল ৩টায় গctg2,6.05.2016ণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখা নগরীর নিউমুরিং এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মার্মা, সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মার্মা, মৈত্রী বনবিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি অমিশ দেওয়ান, নিউমুরিং এলাকার বিশিষ্ট  মুরুব্বি ধীমান চাকমা, শেরশাহ এলাকার বিশিষ্ট মুরুব্বি চৈতন্য বিকাশ চাকমা, জনসংহতি সমিতি (এম.এন. লারমা) সমর্থিত আদিবাসী কর্মজীবী ঐক্য পরিষদের নগর শাখার সভাপতি রমেল চাকমা। সভা পরিচালনা করেন যুব ফোরাম নগর শাখার সাধারণ সম্পাদক রসকিত চাকমা।

আলোচনা সভায় মদ, গাঁজা, জুয়াসহ সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ইউপিডিএফের অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে অংগ্য মারমা বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ইউপিডিএফ জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি সামাজিক বিশৃংখলা রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি সামাজিক শৃংখলা রক্ষার্থে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।ctg 6.05.2016

সভায় বক্তারা সামাজিক বিশৃংখলা রোধে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে আগত মুরুব্বিদের পাশাপাশি যুব ফোরামের নগর শাখার সভাপতি বিজয় চাকমা, সহ-সভাপতি শুভ চাক, সাংগঠনিক সম্পাদক সুকৃতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের নগর শাখার সহ-সভাপতি পলাশ চাকমা, চ.বি শাখার সাধারণ সম্পাদক সুনয়ন চাকমাসহ পিসিপি ও যুব ফোরামের নগরীর আওতাভুক্ত বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
—————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More