চবি ক্যাম্পাসে পিসিপি’র লাগানো পোস্টার ছিঁড়ে দিয়েছে দুর্বৃত্তরা

0

সিএইচটি নিউজ ডটকম
CU poster,16.02.2016চবি প্রতিনিধি।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ক্যাম্পাসে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)’র লাগানো পোস্টার ছিড়ে দিয়েছে ছাত্র নামধারী কতিপয় দুর্বৃত্ত।

সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়ন ও তিন পার্বত্য জেলায় বন্ধ সরকারি স্কুল ছাত্রাবাস চালুর দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকায় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিল ও সমাবেশ উপলক্ষে গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) পিসিপি চবি শাখা ক্যাম্পাস এলাকায় এই পোস্টারিং করে।

জানা যায়, আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিনে দুপুরে রিটিশ চাকমা, সত্যব্রত চাকমা ও মনস্বী চাকমার নেতৃত্বে কতিপয় ছাত্র নামধারী দুর্বৃত্ত পিসিপির লাগানো পোস্টারগুলো ছিঁড়ে দেয়। পোস্টার ছেঁড়ার মহৎ কর্মে আরো যারা জড়িত ছিল তারা হচ্ছে- প্রমতেষ চাকমা বাপ্পী, হিমেল চাকমা, মিন্টু চাকমা, ভুবন তনচংগ্যা, নিক্সন চাকমা, রিময় চাকমা, চবির বহিরাগত ছাত্র ধনবিকাশ চাকমা। এরা সবাই সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর সমর্থনপুষ্ট ছাত্র সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।CU2 poster,16.02.2016

এদিকে, পোস্টার ছিঁড়ে ফেলার পর তারা রেল ক্রসিং এলাকায় গেলে পিসিপি’র নেতা-কর্মীরা তাদের কাছ থেকে পোস্টার ছেঁড়ার কারণ জানতে চাইলে তারা উপরের নির্দেশে পোস্টার ছিঁড়েছে বলে জানায়। এ সময় পোস্টার ছেঁড়ার কাজে নেতৃত্বদানকারী রিটিশ চাকমা বলেন, চবিতে অন্য কোন পাহাড়ি সংগঠন কাজ করতে চাইলে জেএসএস-এর উচ্চ লেভেলের সাথে আলাপ করতে হবে। তারা ঠিক আছে বললে কোন সমস্যা হবে না। নিজেদের ক্ষমতার দাম্ভিকতা জাহির করতে গিয়ে রিটিশ চাকমা আরো বলেন, তাদের পাশ কাটিয়ে ক্যাম্পাসে কোন কিছুই করা যাবে না।

অপর নেতৃত্বদানকারী মনস্বী চাকমা বলেন, ক্যাম্পাসে পোস্টার লাগাতে হলে তাদের অনুমতি নিতে হবে। তার এ কথায় পিসিপি’র নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কারোর বাপের সম্পত্তি কিনা জিজ্ঞেস করলে তিনি এর কোন সুদুত্তর দিতে পারেননি।

পোস্টার ছিঁড়ে দেয়ার মতো তাদের এই মহৎ কর্ম (!!) দেখে চবি’র সাধারণ ছাত্র-ছাত্রীরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।
—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More