দিঘীনালায় ক্যাপ্টেন জাকারিয়ার কাণ্ড!

0

দিঘীনালা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির দিঘীনালা ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন জাকারিয়া চাঁদাবাজির নাটক সাজাতে দিঘীনালায় এক কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, আজ ২৯ আগস্ট বুধবার বিকাল ৫টার সময় একটি অফিসারের গাড়িতে করে ক্যাপ্টেন জাকারিয়া মাইনি রিসোটে যাসেখানে গিয়ে তিনি রিসোটে কর্মরত তুতুরুক চাকমা ওরফে বিতু ও সুভাগ্য চাকমা নামে ২ জন কর্মচারীকে রিসোট থেকে বের করে রাস্তায় নিয়ে গিয়ে বাঙালি ড্রাইভার চালিত একটি মোটর সাইকেল আটকিয়ে চাঁদা দাবি করতে বাধ্য করেএ সময় তিনি তাদেরকে ক্যামেরা দিয়ে ছবি তোলেন এবং ভিডিও করে
এটা করার পর ৫:৪০টার সময় তিনি কলাবাগানে অরুণ শান্তি চাকমার দোকানে যাসেখানে গিয়ে প্রথমে তিনি অরুণ শান্তি চাকমাকে রাস্তার উপর দাঁড় করা এবং দোকানে বসা প্রমোদ মুৎসুদ্দী নামের এক বাঙালিকে একটি মোবাইল ও ১,০০০(এক হাজার) টাকা হাতে ধরিয়ে দিয়ে তাকেও রাস্তা দিয়ে হেঁটে যেতে বলেএরপর সে অরুণ শান্তি চাকমাকে ঐ বাঙালির কাছ থেকে টাকা ও মোবাইল কেড়ে নিতে বলে এবং ক্যামেরায় এই ছবি ধারণ করার চেষ্টা করেঅরুণ শান্তি চাকমা এতে অপারগতা প্রকাশ করে এবং তীব্র প্রতিবাদ জানায়ফলে ক্যাপ্টেনের এ প্রচেষ্টা ব্যর্থ হয়
এরপর তিনি মোবাইল ও টাকাগুলোপ্রমোদ মুৎসুদ্দীর কাছ থেকে ফেরত নিয়ে দিঘীনালা উপজেলা সদরে লার্মা স্কোয়ারে গিয়েজেএসএস(এমএন)-এর কয়েকজন কর্মীকেও ছবি তুলেছে বলে জানা গেছেসন্ধ্যায় তিনি আবার মেরুংয়ের দিকে গিয়ে রাত সাড়ে ৭টা দিকে ফিরে এসেছে বলে সূত্র জানিয়েছেকি কারণে তিনি এই কান্ড ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নিতবে, এলাকাবাসীর ধারণা চাঁদাবাজির নাটক সাজাতে ক্যাপ্টন জাকারিয়া এ কান্ড ঘটিয়েছেএ নিয়ে এলাকার জনমনে নানা জল্পনা কল্পনা চলছে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More