দীঘিনালায় চেয়ারম্যান পদে নবকোমল চাকমা, ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা ও গোপাদেবী চাকমা নির্বাচিত

0

নিজস্ব প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Dighinala-Picদিঘীনালা: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা পরিষদের নির্বাচনে ২৫ কেন্দ্রের সব ক’টি কেন্দ্রের ফলাফলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী নবকোমল চাকমা হেলিকপ্টার প্রতীক নিয়ে ১২ হাজার ৮’শ ১২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাজী মো. আবুল কাশেম চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪’শ ৫৩ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইউপিডিএফ সমর্থিত সুসময় চাকমা চশমা প্রতীক নিয়ে ১৬ হাজার ৮’শ ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আবদুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৯’শ ৩৯ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী গোপাদেবী চাকমা প্রজাপতি প্রতীক নিয়ে ১৭ হাজার ৩’শ ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সোনালী চাকমা কলস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২’শ ২৫ ভোট।

দীঘিনালা উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও দীঘিনালা উপেজলা নির্বাহী অফিসার মো. জাহিদ আহসান পাভেল রাত ১০টার দিকে তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন।

এ উপজেলায়  মোট ভোটার ৬৫ হাজার ৮শত ৭৩ জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ১শ ১২ জন এবং মহিলা ৩১ হাজার ৭শ ৬১ জন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More