নওগাঁয় জাম্বু চঁরের খুনীদের গ্রেপ্তারের দাবীতে ঢাকায় জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের সমাবেশ

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
ঢাকা : নওগাঁয় ধামুরাইহাটে ভূমি জবর দখলকে কেন্দ্র করে জাম্বু চঁরে নামে এক সান্তাল কৃষককে হত্যার প্রতিবাদে জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ আজ ১২ আগস্টরবিবার বিকাল ৪টায়  জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করেসংগঠনের সাধারণ সম্পাদক উজ্জল স্মৃতি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সংগঠক জাকির হোসেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রী সভাপতি সামিউল আলমউপস্থিত থেকে সংহতি জানান জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এর আহ্বায়ক মাসুদ খানসভা পরিচালনা করেন অংগ্য মারমা
সমাবেশে থেকে বক্তারা নঁওগায় সুশীল সান্তাল ভূমি জবর দখলকে কেন্দ্র করে ভূমি দস্যুদের হামলায় নিহত জাম্বু চঁরের হত্যাকারী জয়নাল, মোজাম্মেল গংদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান
বক্তারা আরো বলেন, সমতলের সান্তাল জাতিসত্তাসহ অন্যান্য সংখ্যালঘু জাতিসমূহের হত্যা, ভূমি জবরদখল, মিথ্যামামলা দিয়ে হররানি ও নির্যাতন চালানো হচ্ছেঅবিলম্বে এসকল জবরদস্তিমূলক ভূমি বেদখল সহ সকল প্রকার নির্যাতন বন্ধের দাবী জানানসংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধানে জাতিগত স্বীকৃতি প্রদানের আহ্বান জানান
সমাবেশ শেষে একটি মিছল করা হয়মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়
উল্লেখ্য, শুকল হাসদার নামে সরকারীভাবে রেকর্ডিয় ১৮ একর জমি জোরপূর্বক জবরদখলের মাধ্যমে মোজাম্মেল, জয়নাল গংরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসতেছেগত ১০ আগষ্ট সকাল ১০টায় উক্ত জমিতে সুশীল হাসদা ধান রোপর করতে গেলে মোজাম্মেল ও জয়নালের ভাড়া করা সন্ত্রাসীরা অতর্কিতে আক্রমন চালায়এ ঘটনায় জাম্বু চঁরে নামে এক সান্তাল কৃষক গুরুতর আহত হয়আহত জাম্বুকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More