নাগরিক কমিটির ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানকে স্বাগত জানিয়েছে ইউপিডিএফ

0

ডেস্ক রিপোর্ট, সিএইচটিনিউজ.কম
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির ইউপিডিএফ ও জেএসএস এর প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানকে স্বাগত জানিয়েছে ইউপিডিএফ। আজ ১৯ জুলাই মঙ্গলবার ইউনাইটেড পিপলডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা নাগরিক কমিটির এ আহ্বানের প্রতি সাড়া দিয়ে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে সচিব চাকমা বিগত ৯ জুলাই রাঙ্গামাটিতে সন্তু গ্রুপের আহূত সমাবেশ সফল করতে ইউপিডিএফ কর্তৃক লোকজনকে যোগদানে উত্‍সাহিত করার বিষয়টি স্মরণ করে দিয়ে বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থে আমাদের পার্টি বরাবরই সদিচ্ছা ও আন্তরিকতা প্রদর্শনকরে আসছে৷ অন্যায়ভাবে চাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তা কোন পাহাড়ির কাছে গ্রহণযোগ্য হবার কথা নয়৷ কাজেই জাতিসত্তার স্বীকৃতি, ভূমি অধিকারসহ মৌলিক ইস্যু নিয়ে জেএসএস-এর সাথে যুগপত্‍ আন্দোলন হতে পারে।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা আরো বলেন, জনগণের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে ইউপিডিএফ ইতিমধ্যে বহু বার প্রচেষ্টা চালিয়েছে৷ কিন্তু জেএসএস-এর সন্তু গ্রুপ ইউপিডিএফ এবং এম.এন.লারমা গ্রুপের নেতা-কর্মীদের ওপর চোরাগোপ্তা হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখেছে৷ তা সত্ত্বেও ইউপিডিএফ সন্তু গ্রুপের প্রতি ঐক্যের হাত বাড়িয়ে রেখেছে।

ইউপিডিএফ নেতা ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের সচেতন নাগরিকদের আরও বেশি সক্রিয় ও সোচ্চার হবার আহ্বান জানান এবং বলেন, জনসংহতি সমিতির মূলধারা এম.এন. লারমা গ্রুপের সাথে কোন সংঘাত হচ্ছে না৷ সন্তু লারমা গ্রুপই পাহাড়ি জনগণের ঐক্যের পথে প্রতিবন্ধক হিসেবে রয়েছে৷ তাদেরকে ঐক্য প্রক্রিয়ায় সামিল করার জন্যই সবার সম্মিলিত উদ্যোগ নেয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত রোববার (১৭ জুলাই) রাঙামাটির আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক মত বিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি “ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে পার্বত্যচুক্তি বাস্তবায়ন, ভূমি জরিপ প্রতিরোধ এবং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে” ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (সন্তু গ্রুপ) প্রতি আহ্বান জানান। (সূত্র: প্রথম আলো, ১৯ জুলাই ২০১১)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More