‘নারী আত্মরক্ষা কমিটির’ ৯ সদস্যের কার্যকরী কমিটি গঠিত

0
# নব গঠিত 'নারী আত্মরক্ষা কমিটির' সদস্যরা, কদুকছড়ি থেকে তোলা, ১৫ জুন ২০১৬
# নব গঠিত ‘নারী আত্মরক্ষা কমিটির’ সদস্যরা, কদুকছড়ি থেকে তোলা, ১৫ জুন ২০১৬

কুদুকছড়ি(রাঙামাটি): রাঙ্গামাটির কদুকছড়িতে সদ্য প্রতিষ্ঠিত ‘নারী আত্মরক্ষা কমিটি’র একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১৫ জুন (বুধবার) গঠিত  ৯ সদস্যের এ কমিটিতে এ্যান্টি চাকমা আহ্বায়ক ও উ ক্রা সিং মারমা সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির অপর সদস্যরা হলেন রিপনা চাকমা, শিবলী চাকমা, সুপ্রিয়া চাকমা, জেসিকা চাকমা, কলি চাকমা, রেশমি মারমা ও ইশিতা চাকমা। সংগঠনটিতে সাধারণ সদস্য হিসেবে রয়েছেন ২৫ জন ছাত্রী।

নব গঠিত ‘নারী আত্মরক্ষা কমিটি’ (Women Self-Defense

# প্রশিক্ষণার্থীদের দল, ১২ জুন ২০১৬, মৌনপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গন, ঘাঘড়া
# প্রশিক্ষণার্থীদের দল, ১২ জুন ২০১৬, মৌনপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গন, ঘাঘড়া

Committee-WSDC)-এর একটি কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ১৫ জুন কদুকছড়িতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সংগঠনটির কর্মী ছাড়াও আগ্রহী ছাত্রী ও গৃহীনীরা অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারীগণ ‘নারী আত্মরক্ষা কমিটি’কে অত্যন্ত সময়োপযোগী একটি যথার্থ সংগঠন হিসেবে অভিহিত করেন। পার্বত্য চট্টগ্রামের বাস্তব পরিস্থিতিতে এ ধরনের সংগঠন অত্যন্ত জরুরি এবং নারীদের আত্মসম্মান তথা জীবন রক্ষার্থে এ ধরনের সংগঠন ছাড়া আর কোন বিকল্প নেই বলে সবাই আবারও জোর দিয়ে মত দিয়েছেন।

কর্দমাক্ত স্কুল মাঠে প্রশিক্ষণের একটি দৃশ্যে প্রশিক্ষক ও # প্রশিক্ষণাথীদের দল ১২ জুন ২০১৬, মৌনপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গন, ঘাঘড়া
# কর্দমাক্ত স্কুল মাঠে প্রশিক্ষণের একটি দৃশ্যে প্রশিক্ষক ও # প্রশিক্ষণাথীদের দল ১২ জুন ২০১৬, মৌনপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গন, ঘাঘড়া

উল্লেখ্য, গেল ১২ জুন কল্পনা অপহরণের ২০ বছর পূর্ণ হলে এ দিন ঘাঘড়ার সুউচ্চ পাহাড় মৌনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রবল ঝড় বৃষ্টির মুখে শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। বৈরী প্রকৃতিতে প্রশিক্ষণজনিত স্বাভাবিক কিছু শারীরিক দুর্বলতা দেখা দিলেও, তা অল্প সময়ে সবাই কেটে উঠতে সক্ষম হয়েছে প্রশিক্ষণার্থীরা জানায় এবং এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে দাবি করে। সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও মিল ফ্যাক্টরিতে এ ধরনের কমিটি গঠন ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আগামীতে সম্মেলনের মাধ্যমে ‘নারী আত্মরক্ষা কমিটি’র একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে সবাই ঐকমত্যে পৌঁছেছেন।
—————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More