পাহাড় ধসে নিহতদের স্মরণে বাঘাইছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন

0

received_587062888348247বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটি-বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে পাহাড় ধসে নিহতদের স্মরণে ইউপিডিএফের ঘোষিত তিন দিনের শোক পালন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুন) বাঘাইছড়ি উপজেলায় পৃথক পৃথক স্থানে প্রদীপ প্রজ্জ্বলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।

ইউপিডিএফ’র বাঘাইছড়ি ও সাজেক ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বাঘাইছড়ি উপজেলার রুপকারি মগবান শাক্যমনি বৌদ্ধ বিহার ও সাজেকের বনানী বনবিহারে অনুষ্ঠিত প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ প্রদীপ হাতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।candlelight vigilbaghaicnari15.06.17

উল্লেখ্য, নিম্নচাপের কারণে টানা প্রবল বৃষ্টিপাতের ফলে সোমবার মধ্য রাত মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনায় নারী-পুরুষসহ প্রায় দেড়শ’ লোকের প্রাণহানি ঘটে।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More