পাহাড় ধসে নিহতদের স্মরণে রাঙামাটিতে প্রদীপ প্রজ্জ্বলন

0

রাঙামাটি : পাহাড় ধসে নিহতদের স্মরণে রাঙামাটিতে প্রদীপ প্রজ্জ্বলন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৭ জুন) বিকালে রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি ইউনিয়নের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

IMG_9846

এতে পাহাড় ধসে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পাহাড় ধসের অন্যতম কারণ হিসেবে বৃক্ষ নিধন, পাথর উত্তোলন ও ভূমি দস্যু পাহাড় দখলকারী মুনাফাখোরদের কারণে সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করা হয়।IMG_9836

অপরদিকে একই দিন জেলার নান্যাচর উপজেলায়ও পাহাড় ধসে নিহতদের স্মরণে শোক সভা, অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।  ইউপিডিএফ’র নান্যাচর উপজেলা ইউনিট এই কর্মসূচির আয়োজন করে। এতে উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোকসভা থেকে বৃক্ষ নিধন, অবৈধ পাথর উত্তোলনের পরিণাম ভূমিধস হচ্ছে অভিযোগ করে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।received_306367599789704

Nannyachar2

উল্লেখ্য একটানা প্রবল বর্ষণের ফলে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে নারী-শিশুসহ দেড় শতাধিক পাণহানির ঘটনা ঘটে।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More