পিসিপি নেতা প্রবীর ত্রিপুরার নিঃশর্ত মুক্তি ও রামগড়ে পাহাড়িদের জমি জবরদখল বন্ধের দাবিতে বিক্ষোভ

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) মাটিরাঙ্গা থানা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরা নিঃশর্ত মুক্তি ও রামগড়ে বিজিবি কর্তৃক পাহাড়িদের জমি জবরদখল বন্ধের দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার দিঘীনালা, পানছড়ি ও গুইমারায় বিক্ষোভ মিছিল করেছে
দিঘীনালা উপজেলার ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে আজ ৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ এলাকা ও লারমা স্কোয়ার ঘুরে তপোবন বৌদ্ধ বিহার গেটে গিয়ে শেষ হয়মিছিল পরবর্তী সেখানে অনুষ্ঠিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সহ সভাপতি অংকন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা থানা শাখার দপ্তর সম্পাদক তাপস চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সদস্য প্রভাত ত্রিপুরাপাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সাধারণ সম্পাদক সুমান্ত চাকমা মিছিল ও সমাবেশ পরিচালনা করেন
অন্যদিকে পানছড়ি কলেজ গেট থেকে সকাল ১০ টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পানছড়ি বাজার প্রদক্ষিণ করে বাস স্টেশনে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক সুমেধ চাকমা, সাংগঠনিক সম্পাদক পরম বিকাশ ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি থানা শাখার সভাপতি বরুণ চাকমা
এসব বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন সরকার সেনাবাহিনী ও প্রশাসকে দিয়ে ভূমি বেদখল বিরোধী আন্দোলন দমনের চেষ্টা চালাচ্ছেশান্তিপূর্ণ সড়ক অবরোধ চলাকালে বিনা কারণে সেনাবাহিনী মাটিরাঙ্গা থানা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরাকে গ্রেফতার করেছেবক্তারা অবিলম্বে প্রবীর ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান
বক্তারা অবিলম্বে রামগড়ের পিলাভাঙা গ্রামে পাহাড়িদের জমি জবরদখল ও সেটলার পুনর্বাসন কার্যক্রম বন্ধের দাবি জানান
গুইমারায় বিক্ষোভ : গুইমারা থানা সদরের সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে দুপুর ২টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুইমারা বাজার প্রদক্ষিণ করে হাসপাতাল গেটে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা থানা শাখার সভাপতি চিত্রজ্যোতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা, সহ সাধারণ সম্পাদক হরি কমল ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সুমন্ত ত্রিপুরা
বক্তারা ভূমি বেদখল বন্ধের দাবিতে সড়ক অবরোধ চলাকালে গতকাল বুধবার পাহাড়ি ছাত্র পরিষদের নেতা প্রবীর ত্রিপুরাকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, সরকার সেনাবাহিনী ও প্রশাসকে দিয়ে ভূমি বেদখল বিরোধী আন্দোলন দমনের চেষ্টা চালাচ্ছেশান্তিপূর্ণ সড়ক অবরোধ চলাকালে বিনা কারণে সেনাবাহিনী মাটিরাঙ্গা থানা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরাকে গ্রেফতার করেছে
বক্তারা বলেন, গুইমারা থানার এসআই মঞ্জুরুল গণতান্ত্রিক কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেতার বাড়াবাড়িতে গুইমারার জনগণ অতিষ্ট হয়ে উঠেছেআগামী এক সপ্তাহের মধ্যে গুইমারা থানা থেকে এসআই মঞ্জুরুলকে প্রত্যাহারের জন্য বক্তারা আল্টিমেটাম দেনঅন্যথায় তার প্রত্যাহারের দাবিতে আন্দোলন করা হবে বলে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন
বক্তারা অবিলম্বে পিলাভাঙা গ্রামে বিজিবি পাহাড়িদের জমি জবরদখল ও বেআইনী সেটলার পুনর্বাসন কার্যক্রম বন্ধ করার জোর দাবি জানান
উল্লেখ্য, রামগড়ের পিলাভাঙায় বিজিবি কর্তৃক পূর্ণচন্দ্র চাকমার জমি জবরদখল পূর্বক সেটলার পুনর্বাসনের প্রতিবাদে গতকাল বুধবার অর্ধদিবস সড়ক অবরোধ চলাকালে প্রবীর ত্রিপুরাসহ তিন পিসিপি কর্মীকে সেনাবাহিনী গ্রেফতার করেপরেসন্ধ্যায় ২ জনকে ছেড়ে দিলেও প্রবীরকে গুইমারা থানায় হস্তান্তরের মাধ্যমে আজ সকালে ৫৪ ধারায় আটক দেখিয়ে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More