প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্দরবান সফর আওয়ামী লীগের নষ্ট ইমেজ পুনরুদ্ধারের ব্যর্থ প্রচেষ্টা—ইউপিডিএফ

ডেস্ক রিপোর্ট
সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা আজ শুক্রবার, ১৬ নভেম্বর, এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের (শনিবার, ১৭ নভেম্বর) বান্দরবান সফরকে পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগের বিধ্বস্ত ইমেজ পুনরুদ্ধারের ব্যর্থ প্রচেষ্টাআখ্যায়িত করে বলেছেন, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাজেক, খাগড়াছড়ি, লংগদু, রামগড়-মানিকছড়ি-গুইমারা ও রাঙামাটিতে একের পর এক সাম্প্রদায়িক হামলা এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পাহাড়িদের ওপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেয়ার কারণে আওয়ামী লীগের উগ্রজাতীয়তাবাদী, ফ্যাসিস্ট ও গণ-বিরোধী চেহারা উন্মোচিত হয়ে পড়ে
ইউপিডিএফ নেতা বলেন, দুএকটি সেতু বানিয়ে ও এখানে সেখানে রাস্তাঘাটের সংস্কার করে সস্তা জনপ্রিয়তা লাভের চেষ্টা হতে পারে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হলে আওয়ামী লীগ সরকারকে এই অঞ্চলের মৌলিক সমস্যার সমাধান করতে হবে; অর্থাৎ স্বায়ত্তশাসন ও প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি, সেনা প্রত্যাহার, সেটলারদের সমতলে পুনর্বাসন ও জাতিসত্তার পরিচিতি এই সব বিষয়ের নিষ্পত্তি করতে হবে
তিনি আরো বলেন, রাজনৈতিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের সুফল পাহাড়িরা বড়বেশী আশা করতে পারে নারুমা ও থানচি সেতু পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাঞ্চল বান্দরবান জেলার যোগাযোগ ব্যবস্থায় নিঃসন্দেহে উন্নয়ন ঘটাবে, কিন্তু এর ফলে হাজার হাজার একর প্রাকৃতিক বনাঞ্চল উজার হওয়ার সম্ভাবনার দ্বারও খুলে যাবে, ব্যাপকহারে বহিরাগতদের আগমন ঘটবে এবং ভূমি বেদখল বৃদ্ধি পাবেআর এ সবের পরিণতি হবে উন্নয়নের বদলে পাহাড়িদের আরও প্রান্তিকীকরণ, যা কারোর কাম্য হতে পারে না

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More