বাঘাইছড়ির অজলচুগ বনবিহারে বুদ্ধমূর্তি স্থাপন কাজে সেনাবাহিনীর বাধাদানের অভিযোগ!

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
Army-toholরাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দ্বি টিলা এলাকার অজলচুগ বনবিহারে ১০ ফুট উচ্চতার নতুন বুদ্ধমূর্তি (সীবলী মূর্তি) স্থাপন কাজে সেনাবাহিনী কর্তৃক বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও বিহার সূত্রে জানা যায়, অজলচুগ বনবিহারে ১০ফুট উচ্চতার একটি নতুন বুদ্ধমূর্তি স্থাপনের কাজ চলাকালে আজ সোমবার (২৮ এপ্রিল) বিকাল  ৫টার দিকে দ্বি টিলা আর্মি ক্যাম্পের জনৈক সুবেদার কয়েকজন সেনা সদস্যকে সাথে নিয়ে বিহারে যান। এ সময় তিনি বিহারের দায়িত্বরত জ্ঞানজগৎ ভিক্ষুর কাছ থেকে কার অনুমতি নিয়ে এ কাজ করা হচ্ছে, জায়গার বন্দোবস্তি কাগজপত্র আছে কিনা ইত্যাদি জানতে চান। আগামীকাল মঙ্গলবারের মধ্যে জায়গার দলিলপত্র দেখাতে ব্যর্থ হলে বুদ্ধমূর্তি স্থাপনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

এছাড়া বনবিহার এলাকার বেতাগীছড়া গ্রামের কার্বারীকেও ঐ হাবিলদার পুলিশে দেয়ার হুমকি দিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

উল্লেখ্য, অজলচুগ বনবিহারটি ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালীন সময়ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল বলে এলাকার জনগণ জানিয়েছেন।
———————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More