বান্দরবানে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

0

Picture 26 June 2016 (1)বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে ।

রবিবার (২৬ জুন) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় । পরে দিবসটি পালন উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্টিত হয় । এসময় মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় ।

দিবসটি পালন উপলক্ষে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে এক আলোচনাসভা অনুষ্টিত হয় ।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো:আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন ও জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহনেওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ,ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যবহারে দেশ ও জাতি অনেকটা বিপদগ্রস্থ হয়ে পড়ে। মাদক শুধু নিজেকে নয় পুরো পরিবার ও পরে সামগ্রিক দেশের উপর একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি করে। এসময় বক্তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্তি পেতে প্রতিটি শিশু থেকে বৃদ্বকে সচেতন করতে সকলের প্রতি আহবান জানান।
—————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More