ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ ও ঐক্য-সংহতির দাবিতে তিন পার্বত্য জেলায় গণ বিক্ষোভ

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ ও ঐক্য-সংহতির দাবিতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ৫০টি স্থানে আজ ১১ নভেম্বর শুক্রবার গণবিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছেনির্বাচিত জুম্ম জন প্রতিনিধি সংসদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্তৃক একযোগে আয়োজিত এই গণবিক্ষোভে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমাকে সংঘাত নীতি পরিহার করে ইউপিডিএফের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করার আহ্বান জানানো হয়েছেইউনাইটেড পিপলডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেতবে খাগড়াছড়ি জেলা সদরে মধুপুর বাজারে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়ফলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হতে পারেনিএছাড়া মাটিরাঙ্গা ও রাজস্থলীসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী বিক্ষোভে বাধা দিয়েছে

আনুমানিক ৫০ হাজার নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভে অংশ নেন তারা “সন্তু লারমা দালালি ছাড়ো,ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করো”, “সন্তু লারমা দালালি ছাড়ো, জাতীয় ঐক্যে সামিল হও”, “ইউপিডিএফ – জেএসএস ঐক্য চাই” ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে চলমান ভ্রাতৃঘাতি সংঘাতের বিরুদ্ধে প্রতিবাদ জানান

বক্তারা বলেন, “গত ১৩ বছর ধরে চলা ভ্রাতৃঘাতি সংঘাতে অনেক তাজা প্রাণ অকালে ঝরে গেছে খালি হয়েছে অনেক মায়ের কোল স্বামীহারা হয়েছেন অনেক নারী অনাথ পিতৃহারা হয়েছে অবুঝ শিশুঘরছাড়া, ছন্নছাড়া হয়েছে বহু পরিবার পাহাড়ের কন্দর থেকে এখনো ভেসে আসে হৃদয় বিদারক কান্নার সুর৷ এখনো পাহাড়ি ঝর্ণা দিয়ে বইছে রক্তের স্রোত

ভ্রাতৃঘাতি সংঘাতের জন্য সন্তু লারমাকে দায়ি করে তারা বলেন, একমাত্র তিনি ও তার একান্ত অনুগতরা ছাড়া সবাই এই হানাহানি বন্ধের পক্ষে। ইউপিডিএফ বহু আগে জেএসএস-এর কাছে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তাব দিয়েছে, এমনকি চুক্তি বাস্তবায়নের আন্দোলনেও সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, কিন্তু তারপরও সন্তু লারমা সংঘাত বন্ধ করছেন না

বক্তারা তাকে জনগণের দাবি ও আকাঙ্খার প্রতি সম্মান দেখিয়ে ইউপিডিএফের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করার আহ্বান জানান

সন্তু গ্রুপের সদস্যদেরউদ্দেশ্যে তারা বলেন, ” ভাইয়ের বুকে গুলি চালানো বন্ধ করুন৷ নিজের ভাইয়ের সাথে কেন যুদ্ধ করছেন?এই যুদ্ধে আপনার বা জনগণের কী লাভ?যাদের বুকে গুলি চালাতে উদ্যত হয়েছেন, তাদের কী দোষ?দোষ করলে নিজ ভাইকেও তো মা করা হয়৷ যদি কোন সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকে তা কি আলাপ আলোচনা করে সমাধান করা যায় না?আপনাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, আপনারা আক্রমণ বন্ধ করুন ইউপিডিএফ আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছে৷ এখন আপনারা যদি অপরিণামদর্শী কর্মকাণ্ড গুটিয়ে নেন তাহলে সংঘাত বন্ধ হবে

যেসব স্থানে সমাবেশ হয়: খাগড়াছড়ির ভাইবোনছড়া, শিবমন্দির, পানছড়ির কলেজ গেইট, পূজগাঙ, ধুধুকছড়া,মহালছড়ি সদর, মাইসছড়ি, সিন্দুকছড়ি, মাটিরাঙ্গার বাল্যাছড়ি, আলুটিলা, গুইমারা, রামগড়ের পরশুরাম ঘাট, রিয়মরং পাড়া, পিলাক ও কালাপানি, মানিকছড়ির হাতিমুড়া ও টিলা পাড়া, লক্ষ্মীছড়ি উপজেলায় যতীন্দ্র কার্বারী পাড়া, চিল্যাতলী, বর্মাছড়ি ও কুদুকছড়ি, দীঘিনালা সদর, বাবুছড়া, বড়াদ, রাঙামাটি জেলার কুদুকছড়ি, সাপছড়ি, বন্দুকভাঙা, নান্যাচর উপজেলা সদর, ঘিলাছড়ি, সাবেক্ষ্যং, বেতছড়ি বাজার, বিলাইছড়ি, বাঘাইছড়ি সদর,সাজেক, মাঝলং, গঙ্গারাম দোর, রাজস্থলী, কাউখালি ও বান্দরবান সদর সহ বিভিন্ন স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

খাগড়াছড়ি জেলা :

খাগড়াছড়ি সদর: খাগড়াছড়ি সদর উপজেলায় ভাইবোন ছড়া ও শিবমন্দিরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পুলিশের বাধার কারণে মধুপুরে সমাবেশ অনুষ্ঠিত হতে পারেনি৷ গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরার নেতৃত্বে সকাল ১১টার দিকে মধুপুর বাজারে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয় ফলে সমাবেশ ভন্ডুল হয়ে যায়

সকাল ১১টায় ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়৷ ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কান্তি লাল দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভাইবোছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার পরিমল ত্রিপুরা, ভাইবোন ছড়া গ্রামের কার্বারী জগদানন্দ ত্রিপুরা, কার্বারী সুজতি ত্রিপুরা, বিশিষ্ট মুরুব্বী কংজারী মারমা, ভাইবোন চড়া ইউনিয়নের ভাইবোন ছড়া ইউপি শাখার নাগরিক কমিটির সভাপতি নতুন ত্রিপুরা, বিশিষ্ট মুরুব্বী জনপ্রিয় চাকমা ও সমীরণ চাকমা৷

সকাল সাড়ে ১১টায় ভাইবোন ছড়া ইউনিয়নের শিবমন্দিরে সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন পুর্ণ বিজয় পাড়ার বিশিষ্ট মুরুব্বী সুভাষ চাকমা৷ এতে আরো বক্তব্য রাখেন ভাইবোন ছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সুজন প্রিয় চাকমা, ৫নং প্রকল্প গ্রামের মুরুব্বী অর্জুন চাকমা, ছোটনালা গ্রামের মুরুব্বী সুশীল বরণ চাকমা ও মিহির কান্তি চাকমা৷

পানছড়ি : পানছড়িতে বেলা ২টায় কলেজ গেইট ও পুজগাঙে সমাবেশ অনুষ্ঠিত হয়৷ কলেজে গেইটে বৌদ্ধ মন্দির মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা সভাপতিত্ব করেন৷ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লতিবান ইউপি চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, মেম্বার শান্তি কুমার ত্রিপুরা, প্রাক্তন মেম্বার রঞ্জন বিকাশ ত্রিপুরা ও উগুদোছড়ি ইউপির বিশিষ্ট মুরুব্বী রশিক মোহন চাকমা৷ উপস্থাপনা করেন উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান সুব্রত চাকমা

পুজগাঙ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ২নং চেঙ্গী ইউপি মেম্বার অনিল বিকাশ চাকমা, পানছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান শান্তি বিকাশ চাকমা, সাবেক মেম্বার মতিলাল চাকমা, মিলন বিকাশ চাকমা, সোহাগ চাকমা ও চেঙ্গী ইউপি মেম্বার আশা চাকমা৷ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী নন্দ দুলাল চাকমা৷ সমাবেশে সংঘাত বন্ধের দাবিতে চিত্‍ময় চাকমা একটি কবিতা পাঠ করেন৷

ধুধুকছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন লোগাঙ ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, চেঙ্গী ইউপির প্রাক্তন মেম্বার রামচন্দ্র চাকমা, লোগাঙ ইউনিয়নের মেম্বার শান্তি রঞ্জন চাকমা, সাধন কুমার চাকমা, ২নং চেঙ্গী ইউপি সদস্যপূর্ণচন্দ্র চাকমা, বিশিষ্ট মুরুব্বী করপ চন্দ্র, রূপ বিন্দু চাকমা, জয় কুমার চাকমা ও মনিন্দ্র ত্রিপুরা৷

দিঘীনালা : দিঘীনালার বাবুছড়ায় সকাল ১১টায় বাবুছড়া ইউপি চেয়ারম্যান পরিতোষ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জ্যোতির্ময় চাকমা, গোপাদেবী চাকমা, সুব্রত চাকমা, সুগতপ্রিয় চাকমা, সুরেশ কান্তি চাকমা, আর্য্যমিত্র চাকমা, শান্তিময় চাকমা, পূর্ণ কুমার চাকমা ও অরুণ বিকাশ চাকমা৷

বড়াদাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দিঘীনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা৷ এতে বক্তব্য রাখেন নব কমল চাকমা, শাক্যমনি চাকমা প্রান্তর চাকমা, অয় মনি চাকমা, আনন্দ মোহন চাকমা ও প্রজ্ঞান জ্যোতি চাকমা৷

দিঘীনালা সদরের বোয়ালখালী ইউপি কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দিঘীনালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা৷ এতে আরো বক্তব্য রাখেন দিঘীনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, রিপন চাকমা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, নিতাই কার্বারী ও হেডম্যান ত্রিদিব রায় পোমাং

মহালছড়ি : মহালছড়ি উপজেলা সদর, মাইসছড়ি ও সিন্দুকছড়িতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ বেলা ২ টায় মহালছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহালছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান লাব্রেচাই মারমা৷ এছাড়া আরো বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা, মহালছড়ি ইউপি মেম্বার সুকুমার চাকমা, মানিক রঞ্জন খীসা, দুরপয্যা নাল গ্রামের কার্বারী কর্ণেন্দু খীসা ও শিক্ষক জলি খীসা৷

মাইসছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হয়৷ মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তশীল চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কিয়াংঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিরণ চাকমা, মাইসছড়ি ইউনিয়নের সংরতি মহিলা আসনের মেম্বার মলি্লকা চাকমা, মেম্বার অমিয় কান্তি চাকমা, বলি পাড়ার কার্বারী মংক্যসিং মারমা, লেমুছড়ি গ্রামের বিশিষ্ট ব্যক্তি নীতিশ চাকমা৷ সবাবেশ পরিচালনা করেন সর্বানন্দ চাকমা৷ সমাবেশ শেষে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মাইসছড়ি বাজারে গিয়ে শেষ হয়৷

সিন্দুকছড়ি ইউনিয়নের গোঁয়াইছড়িতে সকাল ১০টায় সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ডেবলছড়ি মৌজার হেডম্যান কংঞো মারমা৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুইনুপ্রু মারমা, মেম্বার লক্ষ্মী কুমার চাকমা, রতন সেন ত্রিপুরা, জহরলতা ত্রিপুরা ও মিসা মারমা৷ উপস্থাপনা করেন সিন্দুকছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার কংঞোরাং মারমা৷

মাটিরাঙ্গা : মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি ও আলুটিলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাইল্যাছড়ি জুনিয়র হাইস্কুল মাঠে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাইল্যাছড়ি গ্রামের মুরুব্বী মানেন্দ্র ত্রিপুরা৷ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাইল্যাছড়ি গ্রামের বিশিষ্ট মুরুব্বী ডা: অংশেপ্রু মারমা, গুইমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার দিগেন্দ্র লাল ত্রিপুরা, ১নং ওয়ার্ডের মেম্বার জ্যোতি বসু ত্রিপুরা, ১নং রাবার বাগান প্রকল্প গ্রামের মুরুব্বী রূপ কুমার ত্রিপুরা, ২নং রাবার বাগান প্রকল্প গ্রামের মুরুব্বী মনোরঞ্জন ত্রিপুরা৷

গুইমারা : সকাল সাড়ে ১১টায় রামেসু বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে অংগ্য মারমা ও চিত্র জ্যোতি চাকমা বক্তব্য রাখেন৷ এছাড়া সমাবেশে হাফছড়ি ইউনিয়নের মেম্বার চহাপ্রু মারমা, সুইউ মারমা, চিংলী পাড়ার কার্বারী থোইঅংরি মারমা ও বড়ইতলী গ্রামের কার্বারী বলি মারমা উপস্থিত ছিলেন৷

আলুটিলার পুনর্বাসন মডেল রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রবিন বিকাশ কার্বারী, ভাদো কার্বারী, মাটিরাঙ্গা ইউপি সংরতি আসনের মেম্বার মনুরাণী ত্রিপুরা ও পুনর্বাসন গ্রামের বিশিষ্ট মুরুব্বী রেশন কান্ত ত্রিপুরা৷

রামগড় : খাগড়াছড়ির রামগড় উপজেলার পরশুরাম ঘাট, রিয়মরং পাড়া, পিলাক ও কালাপানিতে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ পরশুরাম ঘাটে থলি বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন থলি পাড়ার মুরুব্বী ক্যজাই মারমা ও ইন্দ্রমণি কার্বারী পাড়ার মুরুব্বী চাঙাল্যা চাকমা৷

রিয়মরং পাড়ার সমাবেশে বক্তব্য রাখেন শনখলা পাড়ার মুরুব্বী উথোই মারমা, রিয়মরং পাড়ার মুরুব্বী কংজ মারমা, হাফছড়ি ইউনিয়নের মেম্বার অংগ্যজাই মারমা, পতাছড়া বিশিষ্ট মুরুব্বী সুনীতি চাকমা৷ এতে সভাপতিত্ব করেন রিয়মরং পাড়া রকার্বারী মংশি মারমা৷

বড় কালাপানিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাটন ইউনিয়নের মেম্বার লাব্রেচাই মারমা, সাধু পাড়ার মুরুব্বী ধন কুমার চাকমা, বেলছড়ি গ্রামের কার্বারী তপুরায় ত্রিপুরা, কারিছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক বিনয় চাকমা৷ এতে সভাপতিত্ব করেন তৈচাকমা পাড়ার মুরুব্বী লীলাচায় ত্রিপুরা৷

পিলাকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রামগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মংহাগ্য মারমা৷ এতে বক্তব্য রাখেন থোয়াইমং মারমা, আলোঅং মারমা, চুথৌয়াই মারমা, আপ্রুসি মারমা, মংসাথোয়াই মারমা, উষামং মারমা, ম্রাসাথোয়াই মারমা, আখ্যাসু মারমা ও ডা: মংসাজাই মারমা৷

মানিকছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হাতিমুড়া ও টিলা পাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ সকাল ১১টায় হাতিমুড়ায় অনুষ্ঠিত সমাবেশে মানেন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্রী পাড়ার যুব সমাজের প্রতিনিধি চিকন্যা চাকমা, ফকির নালা গ্রামের মমং মারমা ও আপ্রুসি মারমা৷

টিলা পাড়া অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাটনা ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার আম্যা মারমা, হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার বিসু কুমার চাকমা, শিক থুইহা মার্মা ও অপু ত্রিপুরা৷

লক্ষ্মীছড়ি : লক্ষ্মীছড়ি উপজেলায় যতীন্দ্র কার্বারী পাড়া, চিল্যাতলী, বর্মাছড়ি ও কুদুকছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

বেলা ২টায় যতীন্দ্র কার্বারী পাড়ায় অনুষ্ঠিত সমাবেশে অনিক ময় চাকমা ও অনুপম চাকমা বক্তব্য রাখেন৷ এছাড়া সকাল ১১টায় দুল্যাতলী ইউনিয়নের চিল্যাতলীতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দুল্যাতলী ইউপি মেম্বার শান্তি জীবন চাকমা (প্রীতি)৷ এছাড়া আরো বক্তব্য রাখেন দুল্যাতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার বিনয় চাকমা, লক্ষ্মী কুমার চাকমা ,ডানে বানরকাটা গ্রামের কার্বারী বৃষ মোহন চাকমা ও সুজেন্দ্র চাকমা৷

বর্মাছড়ি বাজার মাঠে দুপুর ১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফটিকছড়ি ইউপির সেক্রেটারী সুশীল কান্তি চাকমা৷এতে আরো বক্তব্য রাখেন ডা: ঊষা কিরণ চাকমা, স্নেহ কুমার চাকমা, প্রাক্তন মেম্বার মঙ্গল চান চাকমা, প্রাক্তন মেম্বার ললিত কুমার চাকমা, ফটিকছড়ি ইউপি মেম্বার শান্তি রঞ্জন চাকমা, কালাচান কার্বারী, বর্মাছড়ি মুখ পাড়ার কার্বারী ললিত চাকমা ও ডলু পাড়া মৌজার হেডম্যান ললিত কান্তি চাকমা প্রমুখ৷

বর্মাছড়ি ইউনিয়নের কুদুকছড়ি বাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাজেন্দ্র চাকমা, বিশিষ্ট মুরুব্বী সুইহাপ্রু মারমা, ভূষণ কুমার চাকমা, মেম্বার পাইচিখই মারমা ও ব্যবসায়ী নির্মল বড়ুয়া৷

 

রাঙামাটি জেলা :

কুদুকছড়ি (রাঙামাটি) : রাঙামাটি জেলা সদরের কুদুকছড়িতে সকাল ১১টায় অনুষ্ঠিত বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কুদুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্টু বিকাশ চাকমা৷ এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কুদুকছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার উদয় কিরণ চাকমা, চন্দন কুমার চাকমা, বিশিষ্ট মুরুব্বী কমল বিকাশ চাকমা, ভারত কুমার চাকমা ও ডলুছড়ি মৌজার হেডম্যান অমল কান্তি চাকমা৷ সমাবেশ শেষে বিদ্যালয় ফটকের সামনে থেকে একটি বিােভ মিছিল কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে

সাপছড়ি : সাপছড়ি ইউনিয়ন কার্যালয় মাঠে সকাল ১১টায় অনুষ্ঠিত বিােভ সমাবেশে সভাপতিত্ব করেন সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা৷ এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সাপছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার নিরু চাকমা, ভাগ্যধর চাকমা, সুমিত্রা চাকমা, খামার পাড়ার কার্বারী বানেশ্বর চাকমা ও রাধেশ্বর চাকমা, দিগলিবাগ গ্রামের কার্বারী লক্ষ্মীচন্দ্র চাকমা ও ডেপ্পোছড়ি গ্রামের কার্বারী সুশীল বিকাশ চাকমা৷

বন্দুকভাঙা : বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার অমলেন্দু চাকমার সভাপতিত্বে সকাল ১১টায় বন্দুকভাঙা হাইস্কুল মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে বক্তব্য রাখেন বন্দুকভাঙা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক অতন চাকমা, মগপাড়া গ্রামের মুরুব্বী রাহুল চাকমা, মোষভাঙা গ্রামের মুরুব্বী পুণ্যধন চাকমা, মুবাছড়ি গ্রামের মুরুব্বী চিত্ত রঞ্জন চাকমা, বোয়ালছড়ি গ্রামের মুরুব্বী প্রসন্ন কুমার চাকমা৷

নান্যাচর : রাঙামাটি জেলার নান্যাচর উপজেলা সদর, ঘিলাছড়ি ও সাবেং ইউনিয়নেসকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় নান্যাচর উপজেলা সদরের রেস্ট হাউজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে নান্যাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নান্যাচর উপজেলা চেয়ারম্যান প্রীতিময় চাকমা, নান্যাচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রিটন চাকমা, নান্যাচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্মৃতি বিকাশ চাকমা, নোয়াদাম গ্রামের কার্বারী মানেক লাল চাকমা ও মুরুব্বী নৃপেন্দ্র লাল চাকমা৷ সমাবেশ উপস্থাপনা করেন নান্যাচর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার সেন্ট্রু চাকমা৷ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রেস্ট হাউজ মাঠ থেকে শুরু হয়ে নান্যাচর বাজার প্রদক্ষিণ করে আবার রেস্ট হাউজ মাঠে এসে শেষ হয়৷

ঘিলাছড়ি বাজারে অনুষ্ঠিত সমাবেশে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, কৃষ্ণমা ছড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী কর্মফল চাকমা, ঘিলাছড়ি বাজার চৌধুরী নীহার বিন্দু চাকমা, লাঙেল পাড়ার কার্বারী সমরেশ চাকমা, প্রাক্তন মেম্বার আলো বিকাশ চাকমা, ঘিলাছড়ি ইউপি মেম্বার নৈতিক চাকমা, হাজাছড়ি পশ্চিম পাড়ার মুরুব্বী গঙ্গামনি চাকমা ও সংরতি আসনের মেম্বার কাজলী ত্রিপুরা৷

সাবেক্ষ্যঙ ইউনিয়নের বাকছড়ি স্কুল মাঠে দুপুর ১২টায় সাবেং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমার (সুশীল জীবন) সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নান্যাচর উপজেলা ভাইস চেয়ারম্যান কুমেন্দু চাকমা, সাবেং ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান দ্বিতীয় চন্দ্র চাকমা, ৪নং ওয়ার্ডের মেম্বার আদি শংকর চাকমা, ৭৬ নং বাকছড়ি মৌজার হেডম্যান সুমধুর দেওয়ান, ,২ ৩ নং ওয়ার্ডের সংরতি আসনের মেম্বার চন্দনা চাকমা, ৫নং ওয়ার্ডের মেম্বার সমীরণ চাকমা, বাকছড়ি বাজারের মুরুব্বী বিনায়ক দেওয়ান, ২নং ওয়ার্ডের মেম্বার রূপেশ চাকমা, জগনাতলী গ্রামের মুরুব্বী প্রাক্তন জেএসএস সদস্য মিন্টু চাকমা, মধ্য আদামের মুরুব্বী প্রতি রঞ্জন চাকমা, বাকছড়ি গ্রামের কার্বারী ত্রিদিব চাকমা, জগনাতলী গ্রামের কার্বারী রজনী কান্ত চাকমা, লাম্বাছড়া গ্রামের কার্বারী অমরেশ চাকমা, শনখোলা পাড়া গ্রামের কার্বারী শশাংক চাকমা, বেতছড়ি মুখ গ্রামের কার্বারী মনি চাকমা, মধ্য আদামের কার্বারী পূর্ণচন্দ্র চাকমা৷ সমাবেশ পরিচালনা করেন গাইন্দ্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি জীবন চাকমা৷

বেতছড়ি বাজারে সকাল ১১টায় বিদ্যাময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক এনভিল চাকমা, সাবেং ইউনিয়ন পরিষদের মেম্বার শান্তি বিজয় চাকমা, নীলম্বর চাকমা, আলোরাণী চাকমা, উদাস চাকমা, মুরুব্বী সুনেন্দু বিকাশ চাকমা ও প্রভাত জ্যোতি চাকমা৷

কাউখালী : কাউখালী উপজেলায় দুপুর ১২টায় লেবা পাড়া, পানছড়ি, চৌধুরী পাড়া, ডাব্বো, দোজ্যা পাড়া ও নাভাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

লেবা পাড়ায় হারাঙি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে ঘাগড়া ইউপি চেয়ারম্যান থুইমং মারমা, মেম্বার শান্তিমণি চাকমা, প্রশান্ত চাকমা, মন্টু রঞ্জন চাকমা, জিতেন চাকমা আমুইঅং মারমা, কাউখালী বাজার চৌধুরী বিমল চন্দ্র চাকমা, প্রাক্তন শিক নলিন্দ বিকাশ চাকমা, হারাঙি উচ্চ বিদ্যালয়ের শিক প্রদীপ চাকমা, বেতছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক মঙ্গল কুমার চাকমা৷ কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমা এতে সভাপতিত্ব করেন৷

পানছড়ি রেজি: প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের মেম্বার যুব লাল চাকমা, বিদ্যা নয়ন চাকমা, রূপল চাকমা, শান্তনা চাকমা, ঘিলাছড়ি মৌজার হেডম্যান পুষ্পল কুসুম তালুকদার, বিশিষ্ট মুরুব্বী চাইলা মারমা প্রমুখ৷ মুবাছড়ি মৌজার হেডম্যান কালি রতন চাকমা সমাবেশে সভাপতিত্ব করেন৷

ফটিকছড়ি ইউনিয়নের নাভাঙ্গা কাবের মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নাভাঙ্গা গ্রামের মুরুব্বী মহিনী ভূষণ চাকমা, ফটিকছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ধন কুমার চাকমা, ৭ নং ওয়ার্ডের মেম্বার রাজীব চাকমা ও ৮ নং ওয়ার্ডের মেম্বার শান্তি ময় চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তি চাকমা, পোড়া পাড়া গ্রামের মুরুব্বী ললিত চাকমা প্রমুখ৷

চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বেতবুনিয়া ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বার থোয়াইউ মারমা, হাতিমারা গ্রামের কার্বারী চুইজাউ মারমা, ব্যবসায়ী চৌচামং মারমা, মেম্বার চিনুমং মারমা, গাড়িছড়া গ্রামের কার্বারী মংসাচিং মারমা প্রমুখ৷

ডাব্বো বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা৷ এতে আরো বক্তব্য রাখেন ফটিকছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ডা: ক্যসিঅং মারমা, ২নং ওয়ার্ডের মেম্বার উষামং মারমা, ৪নং ওয়ার্ডের মেম্বার সুইথুইমং মারমা (সুমন) ডাব্বো পাড়ার মুরুব্বী মংচুইহা চৌধুরী, কার্বারী সুইথুইপ্রু মারমা, হেডম্যান পাড়ার মুরুব্বী হাথোয়াই মারমা ও কচু পাড়ার মুরুব্বী নিচাইউ মারমা৷

দোজ্যা পাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দোজ্যা পাড়ার মুরুব্বী প্রদীপ চাকমা, নাকশাছড়ি গ্রামের কার্বারী ধর্ম মোহন চাকমা, বিশিষ্ট মুরুব্বী শুক্র কুমার চাকমা, পোয়া পাড়া গ্রামের মুরুব্বী শরবিন্দু চাকমা, ডলু পাড়া গ্রামের মুরুব্বী সুরেশ কান্তি চাকমা ও বিনয়পুর পাড়ার মুরুব্বী রবি চাকমা৷

বাঘাইছড়ি: বাঘাছড়ি উপজেলা সদর, বঙ্গলতলী, রূপকারী ও সাজেক ইউনিয়নে বিােভ সমাবেশ হয়েছে৷দুপুর ১টায় বাঘাইছড়ি সদরের জীবঙ্গছড়া বৌদ্ধ বিহার মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা৷ এতে আরো বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা, মারিশ্যা ইউপি চেয়ারম্যান তন্টু মনি চাকমা, মেম্বার দীপংকর চাকমা,কাচলং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক ভদ্রসেন চাকমা, কাচলং ডিগ্রি কলেজের প্রভাষক লালন কান্তি চাকমা ও দেব প্রসাদ চাকমা, প্রাক্তন শিক উত্‍পল কান্তি চাকমা, বিশিষ্ট মুরুব্বী শান্তি বিমল চাকমা, সম্রাটসুর চাকমা, প্রীতিময় চাকমা, বিনয় রঞ্জন চাকমা, পঙ্কজ চাকমা৷

বঙ্গলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গলতলী ইউপি মেম্বার অমর চান চাকমা, বঙ্গলতলী এ ব্লকের কার্বারী জ্ঞান চাকমা, বঙ্গলতলী ইউপির প্রাক্তন চেয়ারম্যান প্রীতি বিকাশ চাকমা, বঙ্গলতলী মৌজার হেডম্যান বিশ্ব জ্যোতি চাকমা, ব্যবসায়ী ইন্দ্র বিকাশ চাকমা৷ সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গলতথলী ইউপি চেয়ারম্যান তারুচি চাকমা ও সভা পরিচালনা করেন জ্ঞানজিত্‍ চাকমা৷

রূপকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হেডম্যান ও রূপকারী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিত্‍ চাকমা, রূপকারী ইউপি মেম্বার ধনেশ্বর চাকমা, বড়াদামের বিশিষ্ট মুরুব্বী বাবুধন চাকমা, ব্যবসায়ী উদয়ন চাকমা ও চাকুরীজীবী বিজয় রতন চাকমা৷

সাজেক ইউনিয়নের মাজলং প্রাইমারী বিদ্যালয় মাঠে সকাল ১০টায় সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাজলং বাজারের ডাক্তার অমর শান্তি চাকমা, এগুজ্জে ছড়ি গ্রামের কার্বারী ফুলেশ চাকমা, ৮নম্বর গ্রামের মুরুব্বী খুলমনি চাকমা, নোয়া পাড়া গ্রামের মুরুব্বী অরুণ জয় চাকমা, ৬নং ওয়ার্ডের মেম্বার উদয়ন চাকমা, ,,৬ নং ওয়ার্ডের সংরতি আসনের মেম্বার কৃপারাণী চাকমা, এগুজ্জেছড়ি গ্রামের মুরুব্বী বাবুল চাকমা প্রমুখ৷ মাজলং এলাকার যুব সমাজের প্রতিনিধি রতন চাকমা সমাবেশ পরিচালনা করেন৷ সমাবেশে সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন৷

একই সময়ে গঙ্গারাম দোর-এ উজো বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে জ্যোতিলাল কার্বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাজেক ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার বিনয় কান্তি চাকমা, ,, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মেম্বার জ্যোত্‍স্না রাণী চাকমা, বালুঘাট গ্রামের নারী মুরুব্বী নিরূপা চাকমা, হাজাছড়া থেকে লিটন চাকমা, জারুলছড়ি থেকে লক্ষ্মীমিত্র চাকমা, বাইবাছড়া থেকে নয়ন চাকমা, রেতকাবা গ্রামের মুরুব্বী জ্ঞানেন্দু চাকমা ও বাইবাছড়া গ্রামের মুরুব্বী ও প্রাক্তন জেএসএস সদস্য বিমল কান্তি চাকমা৷ সমাবেশ উপস্থাপনা করেন দিপু পাড়া মুরুব্বী নিমেশ শান্তি চাকমা৷ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন রিপন চাকমা৷

বিলাইছড়ি : রাঙামাটির বিলাইছড়িতে সকাল সাড়ে ১০টায় দিঘোলছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন দিঘোলছড়ি গ্রামের কার্বারী চিত্তগুলো চাকমা৷ অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন হেডম্যান এসোসিয়েশনের বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি শান্তি জীবন চাকমা, কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রূপ কুমার তালুকদার, কেঙেরাছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার জ্ঞান লাল তালুকদার৷ এছাড়া বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা ও ভাইস চেয়ারম্যান অমর তঞ্চঙ্গ্যা সমাবেশে উপস্থিত ছিলেন৷ সমাবেশ পরিচালনা করেন বিলাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুনীল কান্তি চাকমা৷ সমাবেশ পাঁচশর মতো লোক অংশগ্রহণ করেন৷

রাজস্থলী : রাজস্থলীতে সেনাবাহিনীর বাধার কারণে সদরে বিােভ সমাবেশ করা সম্ভব হয়নি৷ তবে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন ও গাইন্দা ইউনিয়নে ঘরোয়াভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ ঘিলাছড়ির আমতলি পাড়ায় দুপুর ২টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঘিলাছড়ি ইউপি মেম্বার কিশোর কুমার তঞ্চঙ্গ্যা, ললিন্দ্র তঞ্চঙ্গ্যা ও উদয়ন তঞ্চঙ্গ্যা এবং বিশিষ্ট মুরুব্বী চক্রধন তঞ্চঙ্গ্যা৷

গাইন্দা ইউনিয়নের ২নং ওয়ার্ডে চৌশাক পাড়ায় অনুষ্ঠিত সমাবেশে ক্যজাইঞো কার্বারীর সভাপতিত্বে ওয়ার্ডের মেম্বার ম্রাথোায়াইউ মারমা সহ বয়োজ্যেষ্ঠ মুরুব্বীরা বক্তব্য রাখেন৷ এছাড়া ৬ নং ওয়ার্ডে অনুষ্ঠিত ঘরোয়া সভায় মেম্বার সাউচিং মারমা বক্তব্য রাখেন৷

বান্দরবান : সকাল সাড়ে ১০টায় বালাঘাটায় এক সভা অনুষ্ঠিত হয়৷ ইউপিডএফ-এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা, বিক্রম তঞ্চঙ্গ্যা, সজীব তঞ্চঙ্গ্যা ও বান্দরবান কলেজের ছাত্র বিমল চাকমা বক্তব্য রাখেন৷

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More