মহালছড়িতে এক শিক্ষককে কুপিয়ে হত্যা, স্ত্রীকে জখম

0

সিএইচটিনিউজ.কম
Mohalchariমহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পশ্চিম কিয়াংঘাট গ্রামে মিলন বিকাশ চাকমাকে ওরফে বিন্দু(৫৫) নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় তার স্ত্রী বিরলতা চাকমাও(৫০) মারাত্মক জখম হয়েছে। বর্তমানে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মিলন বিকাশ চাকমা নিম্ন কেঙেলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি মৃত রাজেন্দ্র চাকমার ছেলে।

জানা যায়, বুধবার (১১ মার্চ) রাতে মিলন বিকাশ চাকমা ও তার স্ত্রী নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত আনুমানিক ১:৩০টার দিকে অজ্ঞাত একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে ঢুকে ধারলো দা দিয়ে কুপিয়ে মিলন বিকাশ চাকমাকে হত্যা করে। এ সময় দুর্বৃত্তরা তার স্ত্রী বিরলতা চাকমাকেও কুপিয়ে জখম করে।

পরে খবর পেয়ে রাতে গ্রামবাসীরা আহত বিরলতা চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে।

কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এলাকাবাসী ধারণা করছেন পূর্ব শত্রুতার জের ধরে অথবা ভূমি বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় সেটলার বাঙালিরা জড়িত থাকতে পারে বলেও তাদের সন্দেহ। তবে তার স্ত্রী সুস্থ হলে ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে বলে তারা জানিয়েছেন।
——————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More