মহালছড়ি’র সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

0

মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

Book celebretion 02-01-2014খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী আজ ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরন উৎসব অনুষ্ঠানে এস এম সি’র সভাপতি মংরেশি মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান থুইলাঅং মারমা। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথুই মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান থুইলাঅং মারমা, অভিভাবক উদ্দিপন চাকমা প্রমূখ।

এছাড়াও  একই তারিখে মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছোট ছোট ছেলে-মেয়েদের সাথে নতুন বই নিতে অনেক অভিভাবক উপস্থিত ছিলেন। বছরের প্রথমেই কোমলমতি ছেলে-মেয়েরা নতুন বই পেয়ে খুশিতে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

অনুষ্ঠানে বক্তারা বছরের প্রথমেই বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে সরকারের এই মহতি উদ্যেগকে প্রশংসা করে বলেন, বছরের প্রথমে ছেলে-মেয়েরা বই পেয়ে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে। প্রধান শিক্ষক হ্লাথুই মারমা বলেন, এ বছর পঞ্চম শ্রেণীর সমাপণী পরীক্ষায় এক জন জিপিএ ৫ পেয়েছে এবং ৩২জন পরীক্ষাথীর মধ্যে সকলেই পাশ করেছে । আগামীতে শিক্ষার মান বৃদ্ধিতে আরো সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবেন বলে উপস্থিত অভিভাবকদের আশ্বস্ত করেন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More