শত শত প্রতিবাদী নারীর ধাওয়ার মূখে সেনাবাহিনীর পলায়ন

মানিকছড়িতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচীতে সেনাবাহিনীর নগ্ন হামলা : আহত ১৮

0

মানিকছড়ি: পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নন্যাচর উপজেলার সাধারণ সম্পাদক ও এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমার হত্যাকারী নান্যাচর জোন কমাণ্ডার লেঃ কর্নেল বাহালুল আলম ও মেজর তানভীরসহ জড়িত অন্য সকল সেনাদস্যদের শাস্তি, রমেল হত্যার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং রমেল চাকমার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আজ সোমবার (৮ মে ২০১৭) সকাল ১০ টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল বাজারে ৫শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে বিরাট প্রতিবাদী গণ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

18274739_202930280216771_1773210020813447485_n
মানববন্ধন অনুষ্ঠানে মানিকছড়ি কলেজের ছাত্র রুবেন চাকমা বক্তব্য রাখার সময় মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে ২ গাড়ি আর্মি গিয়ে শান্তিপুর্ণ মানববন্ধন কর্মসূচীতে বিনা কারণে কাপুরুষোচিত হামলা চালায়।
18342060_202934370216362_7254434610762722062_n18341893_202934366883029_1983589925625300415_n
সেনাবাহিনীর হামলায় ১৮জন নিরীহ গ্রামবাসী আহত হয়েছে। আহতরা হলেন হাফছড়ির বাসিন্দা থুইম্রাসং মারমা(৩৮), পাইহ্লাপ্রু মারমা(২৮), ক্রইহ্লাপ্রু মারমা(২৬), রুনা চাকমা(১৬), সাইন্দাউ মারমা(২২), নাঞউ মারমা ১ (২৯), নাঞউ মারা ২(১৮), সইথুই মারমা(১৮) ও শুভ চাকমা(১৭)। বটতলা এলাকা থেকে রুইম্রাসাউ মরমা(১৮), দুসুরি মারমা(৩২), শুভধন চাকমা(১৫), শান্তিমালা চাকমা(২৫), আবিনা মরমা(২২), মংসা মারমা(৩০), সাধানা রানী চাকমা(২৭), রিতা চাকমা(২০) ও কাজা চাকমা(৩০)।

আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

18342075_202930286883437_4889783176642030540_n

মানববন্ধন চলাকালীন রুমেন চাকমা, রাপ্রু মারমা, সুইথুই মারমা, অংচেইরি মারমাকে সেনারা আটক করে নিতে চাইলে মাহিলারা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর উপর ঝাপিয়ে পড়ে ্‌এবং আটক ৪ জনকে ছিনিয়ে নিয়ে আনে। এরপর সেনাবাহিনীকে গণ-ধাওয়া শুরু করে। শত শত উত্তেজিত জনতা লাঠি হাতে ধাওয়া করলে সেনাবাহিনীর সদস্যরা গাড়িতে উঠে পালিয়ে যেতে বাধ্য হয়।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More