রমেল চাকমা হত্যার বিচারের দাবিতে তিন পার্বত্য জেলায় ৪৬ স্থানে গণ-মানববন্ধন

0

18402852_1866611613598369_3060320657657153634_n

নিজস্ব প্রতিবেদক : সেনা হেফাজতে নান্যাচর কলেজের ছাত্র(এইচএসসি পরীক্ষার্থী) ও পিসিপি’র নান্যাচর শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুর জন্য দায়ী নান্যাচর জোন কমাণ্ডার মোঃ বাহালুল আলম ও মেজর তানভীরের শাস্তি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও রমেল চাকমার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে গতকাল সোমবার (৮ মে ২০১৭) খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় ৪৬টি স্থানে গণ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত এসব মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

IMG20170508092327
মানববন্ধন চলাকালে রাঙামাটির ঘাগড়ায় এবং খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর হামলা ও বাধা প্রদানের খবর পাওয়া গেছে। ঘাগড়া থেকে পুলক চাকমা নামে ইউপিডিএফের এক সংগঠককে সেনাবাহিনী আটক করেছে।20170508_093212

আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যমতে, খাগড়াছড়ি জেলায় ৩০টি স্থানে গণ-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। খাগড়াছড়ি পৌর এলাকার মধ্যে উপজেলা পরিষদের সামনে, নারাংহিয়া রেডস্কোয়ার, স্বনির্ভর; খাগড়াছড়ি সদর উপজেলায় জামতলি, পেরাছড়ার ব্রিকফিল্ডএলাকা্, গিরিফুল, ২নং রাবার বাগান প্রকল্প, ছোটনালা, শিবমন্দির, মুনিগ্রাম, ফরেস্ট টিলা, খাগড়াছড়ি -রাঙামাটি সড়কের চম্পাঘাট, গুঙুরোছড়ি, বিজিতলা; পানছড়ি উপজেলার কুড়াদিয়া ছড়া, পুজগাঙ, ধুধুকছড়া; দীঘিনালা উপজেলায় ৪নং দীঘিনালা ইউনিয়নের পুকুরঘাট, ৫নং বাবুছড়া ইউনিয়নের নুয়ো বাজার, ২নং বোয়ালখালি ইউনিয়নের সাধকছড়া; মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল, রামগড় উপজেলা সদর, গুইমারা উপজেলায় গুইমারা সদর ইউনিয়নের বাইল্যাছড়ি তৈমাতাই ব্রিজের সামনে, সিন্দুকছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকা ও হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায়;  লক্ষীছড়ি উপজেলা সদর এলাকায় হাসপাতাল গেইট, শিলাছড়ি ও মংহ্লাপাড়ায় এবং মহালছড়ি উপজেলায় লেমুছড়ি ও কেঙেলছড়ি এলাকায় মানববন্ধন কর্মসূচি এলাকার জনসাধারণ।Dudukchara

এরমধ্যে মানিকছড়িতে শান্তিপুর্ণ মানববন্ধন চলাকালে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে ২ গাড়ি আর্মি গিয়ে বিনা কারণে কাপুরুষোচিত হামলা চালায়। এতে মানববন্ধনে অংশ নেওয়া ১৮ জন নারী-পুরুষ আহত হন। সেনারা রুমেন চাকমা, রাপ্রু মারমা, সুইথুই মারমা, অংচেইরি মারমাকে আটক করে নিতে চাইলে নারীরা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং উক্ত ৪ জনকে সেনাদের কবল থেকে মুক্ত করে আনে। নারীদের প্রতিরোধের মুখে পরে সেনারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়।

18342075_202930286883437_4889783176642030540_n

রাঙামাটি জেলায় ১৫টি স্থানে গণ-মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, বোধিপুর, আবাসিক, ধর্মঘর, হেডম্যান পাড়া, কুদুকছড়ি বাজার; নান্যাচর উপজেলার ভুইয়ো আদাম, পোরছড়ি, ঘিলাছড়ি, বগাছড়ি ও বেতছড়ি; কাউখালী উপজেলার বেতবুনিয়া, ঘাগড়া এবং বাঘাইছড়ি উপজেলার সাজেকের লাদুমান বাজার ও মারিশ্য-দীঘিনালা সড়কের ১২ কিলো এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী ও রমেল হত্যা প্রতিবাদ কমিটি।18405525_1900112390257559_492924322_o

received_131830487362548

এরমধ্যে কাউখালী উপজেলার ঘাগড়ায় মানববন্ধন চলাকালে জেএসএস(সন্তু)-এর কতিপয় স্থানীয় নেতা-কর্মী সেনাবাহিনী সমেত এসে বাধা দেয় এবং ব্যানার ও প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিড়ে ফেলে দেয়। পরে সেখান থেকে চলে আসার সময় জুনুমা ছড়া এলাকা থেকে সেনাবাহিনী ইউপিডিএফ সংগঠক পুলক চাকমাকে আটক করে।

Bandarban

বান্দরবান জেলা সদরের প্রেসক্লাবের সামনে ইউপিডিএফ ও গণতান্ত্রিক যুব ফোরাম-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে ইউপিডিএফ-এর বান্দরবান জেলার প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাসহ উভয় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Bandarban3

গণ-মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তপূর্বক নান্যাচর জোন কমাণ্ডার মোঃ বাহালুল আলম ও মেজর তানভীরের শাস্তি, রমেল চাকমার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং অন্যায় ধরপাকড়, নির্যাতনসহ রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবি জানানো হয়েছে।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More