রমেল হত্যার বিচার দাবিতে লক্ষীছড়িতে শান্তিপূর্ণভাবে গণ-মানববন্ধন অনুষ্ঠিত

0

লক্ষীছড়ি: পিসিপি নেতা রমেল চাকমার হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িত নান্যাচর জোন কমাণ্ডার বাহালুল আলম ও মেজর তানভীরের শাস্তি এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিতে আজ সোমবার (৮ মে ২০১৭) সকাল ৯:৩০টায় লক্ষীছড়ি উপজেলা সদর এলাকায় হাসপাতাল গেইট, শিলাছড়ি ও মংহ্লাপাড়াতে পৃথক পৃথকভাবে গণ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সদর এলকায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) লক্ষীছড়ি উপজেলা শাখার সভাপতি রিপন চাকমা, লক্ষীছড়ি ২নং দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা ।
18361124_171617606698938_1451520311_n
শিলাছড়ি এলকার গণ-মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষীছড়ি উপজেলার ১নং ইউপি  চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ১ নং ইউপির ৭ নং ওয়ার্ডের সদস্য শুক্রমনি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) লক্ষীছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্যামরন দেওয়ান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) লক্ষীছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লউএফ) লক্ষীছড়ি থানা শাখার সভাপতি রেশমী মারমা।

18361042_143337686206450_423639479_n
মংহ্লাপাড়াতে গণ-মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় যুব সমাজের সভাপতি বিন্দুলাল চাকমা, লক্ষিছড়ি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বন কুমার চাকমা,  লক্ষীছড়ি সদর ইউনিয়ন পরিষদ এর ৪,৫,৬, নং ওর্য়াদের সংরক্ষিত মহিলা মেম্বার বাবলী রানী দেওয়ান ও ইউপিডিএফ-এর স্থানীয় সংগঠক আপ্রুসি মারমা।
18360629_171616173365748_1059187268_n
মানববন্ধন থেকে বক্তারা নানিয়াচর জোন কমান্ডার খুনী লেঃ কর্নেল বাহালুল আলম ও মেজর তানভীরসহ হত্যার সাথে জড়িত সকল সেনা সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে রমেল হত্যার পর দেশের বিবেকবান ও প্রগতিশীল ব্যক্তি সংগঠন প্রতিবাদ জানিয়েছে। এমনকি বিদেশেও প্রতিবাদের ঝড় উঠেছে। কিন্তু হত্যাকারীরা এখনো বহাল তবিয়তে রয়েছে। থানায় মামলা দিতে চাইলেও মামলা নেয়া হয়নি। তাই সুষ্ঠু তদন্তে স্বার্থে মানববন্ধন থেকে বক্তরা অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানান।

18386606_171617633365602_1344829373_n
এছাড়াও বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে কথিত সন্ত্রাসী খোঁজার নামে অহেতুক নিরীহ জনগণের বাড়ি-ঘর তল্লাসী চালানো হচ্ছে। সাধারণ ছাত্র-যুবকসহ নানা পেশা ও বয়সের লোকজন এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিরাও বে-আইনী গ্রেফতার ও নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে না। সমাবেশ থেকে তল্লাসীর নামে সেনা হয়রানি বন্ধ, বে-আইনী গ্রেফতার ও নির্যাতনের দাবি জানান।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More