রাঙামাটিতে অবরোধ চলাকালে সংঘর্ষ, শহরে ১৪৪ ধারা জারি

0

সিএইচটিনিউজ.কম 
দদদরাঙামাটি: রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করার দাবিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি সমর্থিত ছাত্র সংগঠনের ডাকা অবরোধ চলাকালে সেটলারদের সাথে অবরোধকারীদের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, অবরোধ সফল করতে শনিবার সকাল থেকে অবরোধকারীরা রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। অবরোধ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেটলার বাঙালিদের সাথে অবরোধকারীদের সংঘর্ষ শুরু হয়। এতে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরাও  যোগ দেয়। এ সময় সেটলাররা শেভরন ক্লিনিক, টেলিটক কাস্টমার কেয়ার সহ বেশ কয়েকটি দোকান ভাংচুর করে। এছাড়া সেটলাররা সংঘবদ্ধ হয়ে ট্রাইবেল আদাম,

Rangamati2বনরূপা সহ কয়েকটি স্থানে হামলার চেষ্টা করে। তবে অবরোধকারীসহ স্থানীয় পাহাড়িদের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। এ সংঘর্ষে  উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সি আর পাল রাঙামাটি পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।

বর্তমানে সেনাবাহিনী শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে জানা গেছে।

এদিকে, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটি মেডিকেল কলেজসহ ১১টি মেডিকেল কলেজ উদ্বোধন করেছেন।
—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More