রাঙামাটি আসনে বিজয়ী হয়েছেন উষাতন তালুকদার

0

সিএইচটিনিউজ.কম

timthumb.phpরাঙামাটি: দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে জনসংহতি সমিতি(সন্তু লারমা) সমর্থিত হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

২০১টি ভোটকেন্দ্রের মধ্যে ২০০ কেন্দ্রে উষাতন তালুকদার ভোট পেয়েছেন ৯৬ হাজার ২৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার পেয়েছেন ৭৭ হাজার ৩৮৫ ভোট।

সোমবার দুপুরে রাঙামাটির দুর্গম চারটি কেন্দ্রের ফলাফল আসার পর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: মোস্তফা কামাল উষাতন তালুকদারকে বিজয়ী ঘোষণা করেন।

এছাড়া এবারের নির্বাচনে রাঙামাটি আসনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সুধাসিন্ধু খীসা(বই প্রতীক) পেয়েছেন ২৪,৩৫৩ ভোট, এ্যাড. আবছার আলী (আনারস প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৩৯৫ ভোট, সচিব চাকমা(উড়ো জাহাজ প্রতীক) পেয়েছেন ১ হাজার ২৪৩ ভোট ও জাতীয় পার্টির ডা: রূপম দেওয়ান(লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৯শ’২৪ ভোট।

উল্লেখ্য, গতকাল রবিবার (৫ জানুয়ারি) রাঙামাটি জেলার ২০১টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More