লংগদুতে সেটলার কর্তৃক পাহাড়ি নারী শিশুকে ধর্ষণের পর হত্যা

0
লংগদু(রাঙামাটি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটি
জেলার লংগদু উপজেলার আটরকছড়া উল্টোছড়ি গ্রামের মৃত জ্যোতিষ চন্দ্র চাকমার১১ বছর বয়সী শিশু কন্যা সুজাতা চাকমাকে সেটলার বাঙালি কর্তৃক ধর্ষণের পর হত্যা করারঅভিযোগ পাত্তয়া গেছেসুজাতা উল্টোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থশ্রেণীর ছাত্রী বলে জানা গেছেআজ ৯ মে বুধবার বিকেল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে 
 সুজাতা চাকমা ছয় বছর বয়সী অপর এক শিশুকেনিয়ে গ্রাম থেকে আধকিলোমিটার দূরে গরু চড়াতে যায়প্রত্যক্ষদর্শী শিশুটির ভাষ্য অনুযায়ী, একজন দাড়িওলা বাঙালি এসে সুজাতাকে ধরে জোর করে সাদাছড়ার উপরের দিকে ধরেনিয়ে যায়সে সময় সে দৌঁড়ে এসে গ্রামে খবর দেয়তারপর গ্রামের লোকজন উদ্ধারেগেলেও ঘনটনাস্থলে পৌঁছার আগে ধর্ষণের পর হত্যাকারী পালিয়ে যায়খবর পেয়েপুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজাতার লাশ উদ্ধার করেছে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More