লক্ষীছড়িতে পিসিপির মিছিলে সেনাবাহিনীর হামলা : আহত ৪

0

লক্ষীছড়ি: খাগড়াছড়ির লক্ষীছড়িতে পিসিপির মিছিলে হামলা চালিয়েছে সেনাবাহিনী। হামলায় পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ও মাটিরাংগা উপজেলার সাবেক সভাপতি দীপঙ্কর ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা ও লক্ষীছড়ি ‍উপজেলা শাখার সভাপতি রেশমী চাকমাসহ ৪জন আহত হন।
18217763_1885693575043564_1805053652_n
আজ রবিবার (৩০ শে এপ্রিল) পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক পিসিপি’র উপজেলা শাখার সভাপতি জুয়েল চাকমাকে অন্যায়ভাবে আটকের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষীছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) লক্ষীছড়ি উপজেলা শাখা।
P 1
দুপুর ২টায় বিক্ষোভ মিছিলটি শিলাছড়িস্থ লক্ষীছড়ি সদর ইউপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শিলাছড়ি ব্রিজ প্রদক্ষিণ করে আসার সময় সেখানে সেনাবাহিনী এসে বাধা প্রদান করে এবং কিছু বলে উঠার আগে বিক্ষোভকারীদের উপর লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে উক্ত চার জন আহত হন।
_________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More